ZTE তার চার-শক্তিশালী Blade V40 সিরিজ ঘোষণা করেছে এবং তিন মাস পরে একটি ফোন – Blade V40 Vita মালয়েশিয়ায় লঞ্চ হচ্ছে।ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.75” LCD with 90 Hz refresh rate, and 720 x 1,600 px resolution।ফোনটির প্রসেসর হিসেবে থাকছে Unisoc’s T606 chipset। ফোনটি 4 জিবি র্যাম এবং 128gb ফোন মেমোরি দারা বাজারে লঞ্চ হচ্ছে।
ফোনটিতে থাকছে 2 টি ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা টি হল 48 মেগাপিক্সেল এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের এর একটি Macro cameraএবং সামনে থাকছে একটি 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং বক্সে থাকছে একটি 22.5 watt এর চার্জার| কোনটিতে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্টা থাকছে|