Tecno Pova Neo 2 বড় ডিসপ্লে ও 7000mAh ব্যাটারির সাথে আসছে
প্রকাশ্যে এল Tecno Pova Neo 2-এর স্পেসিফিকেশন ও রঙের বিকল্প
জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড Tecno তাদের Pova সিরিজের অধীনে Tecno Pova Neo 2 হ্যান্ডসেটটি শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির তরফে এখনও এই আপকামিং ৪জি ফোনের লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আসন্ন লঞ্চের আগেই, এক জনপ্রিয় টিপস্টার Pova Neo 2-এর কালার অপশন সহ মূল স্পেসিফিকেশনগুলি অনলাইনে শেয়ার করেছেন। এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে এবং চিপসেটটি ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে বলে জানা গেছে। এছাড়াও, এতে বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ্যে এল Tecno Pova Neo 2-এর স্পেসিফিকেশন ও রঙের বিকল্পটিপস্টার পারস গুগলানি (@passionategeekz) টুইটারে নয়া টেকনো পোভা নিও ২-এর কালার ভ্যারিয়েন্ট ও প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। তার টুইট অনুযায়ী, এই হ্যান্ডসেটটি সাইবার ব্লু এবং ইউরানোলিথ গ্রে- এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, টেকনো পোভা নিও ২-এ ৬.৬২ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যার সাথে ৪জি/ ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, Tecno Pova Neo 2-এর ব্যাক প্যানেলে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর সেলফির জন্য, ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। উল্লেখযোগ্যভাবে পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Pova Neo 2-এ শক্তিশালী ৭,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে, যা স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করবে। যদিও, এই ফোনের লঞ্চ সম্পর্কে টেকনো এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
জানিয়ে রাখি, কোম্পানিটি এবছর জানুয়ারিতে Pova সিরিজের অধীনে Tecno Pova Neo-এর একমাত্র ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১২,৯৯৯ টাকায় লঞ্চ করেছিল। এতে ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ রয়েছে। ফোনটি মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি কোয়াড-এলইডি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। এটিতে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও বর্তমান। নিরাপত্তার জন্য, Tecno Pova Neo-এ একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Pova Neo ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।