ভিভোর আপকামিং Y-সিরিজের হ্যান্ডসেট Vivo Y16-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, কেননা ডিভাইসটিকে সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ডেটাবেসে দেখা গেছে। আর এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার ডিভাইসটির লাইভ ইমেজগুলি শেয়ার করেছেন, যা এর দুটি কালার অপশন প্রদর্শন করে – ব্ল্যাক এবং গোল্ড৷ এছাড়াও, ফাঁস হওয়া ছবিটি ক্যামেরা মডিউল সহ রিয়ার প্যানেলের ডিজাইনটি জনসমক্ষে প্রকাশ করেছে। প্রসঙ্গত, এই ভিভো স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা রাখা হবে বলে শোনা যাচ্ছে এবং এই হ্যান্ডসেটটি MediaTek Helio P35 দ্বারা চালিত হতে পারে।
ফাঁস হল Vivo Y16-এর লাইভ ইমেজ
টিপস্টার পারস গুগলানি (@passionategeekz) তার সাম্প্রতিক টুইটে ভিভো ওয়াই১৬-এর লাইভ ইমেজটি শেয়ার করেছেন।
এই ফাঁস হওয়া চিত্র অনুযায়ী, নতুন ভিভো ওয়াই সিরিজের হ্যান্ডসেটটি ব্ল্যাক এবং গোল্ড -এই দুটি কালার অপশনে বাজারে আসতে পারে। সেইসাথে রিয়ার ক্যামেরা মডিউলটির ডিজাইনটিও প্রদর্শিত হয়েছে। পরেশ গুগলানিও দাবি করেছেন যে, এই ভিভো স্মার্টফোনটি শীঘ্রই ভারত এবং বিশ্বের অন্যান্য বাজারে লঞ্চ হতে পারে।
প্রসঙ্গত, ভিভো এখনও এই ফোনটির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে, একটি সাম্প্রতিক রিপোর্টে ভিভো ওয়াই১৬-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি ফাঁস করা হয়েছে। বলা হচ্ছে, এতে ওয়াটারড্রপ নচ সহ ৬.৫১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। আবার পারফরম্যান্স বাড়ানোর জন্য এতে এক্সটেন্ডেড র্যাম ২.০, মাল্টি টার্বো ৫.৫ এবং আল্ট্রা গেম মোড-এর এর মতো ফিচারগুলি মিলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ভিভো ওয়াই১৬-এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে প্রসারিত করাও যাবে।
ফটোগ্রাফির জন্য, Vivo Y16-এ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ/ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ভিভো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিনে রান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y16 ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এছাড়া, এই ডিভাইসটি ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অফার করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, পারস গুগলানি এর আগে দাবি করেছিলেন যে, Vivo Y16-এর ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা রাখা হতে পারে।