কার্বন ন্যানোটিউব (Carbon nanotube) কি?
কার্বন ন্যানোটিউব হচ্ছে কার্বনের এক ধরনের রূপভেদ, যাদের রয়েছে সিলিন্ডারসম আকৃতি। এদেরকে নানা পদ্ধতিতে এমনভাবে তৈরি করা হয় যে দৈর্ঘ্য : আয়তন ১.৩২ × ১০৬ : ১ হয় যা যে কোন পদার্থের চেয়ে বেশি। কার্বন ন্যানোটিউব ১৯৯০ সালের দিকে প্রবর্তিত হলেও ফুলারিন C60 আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে কার্বনের তৃতীয় রূপভেদ হিসেবে। ফুলারিনও একটি ন্যানোটিউব। ফুলারিনের আবিষ্কারক তিনজনকে (Sir Harold Kroto, Robart F. Curil Jr. Richard E. Smally) রসায়ন শাস্ত্রে ১৯৯৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এদের ভিতর ফাঁপা (hallow), এক পরমাণু ঘন কার্বন শিট দ্বারা গঠিত কাঠামোকে গ্রাফিন বলে। কার্বন ন্যানোটিউব এক দেয়াল অথবা বহু দেয়াল বিশিষ্ট, মুখ খোলা অথবা আবদ্ধ হতে পারে। বিশ্বে ক্ষুদ্রতম টেস্ট টিউব হিসেবে পরিচিত টেস্ট টিউবটি কার্বন বা ন্যানোটিউব যা Guinness Book of World Records এ স্থান পেয়েছে। যার এক মুখ ফুলারিন ক্যাপ দ্বারা আবদ্ধ এবং টিউবের আয়তন 10-24 dm3. ২০০৯ সালে সর্ব দীর্ঘ কার্বন ন্যানোটিউব তৈরি হয় যার দৈর্ঘ্য ১৮.৫ সেন্টিমিটার। সবচেয়ে পাতলা কার্বন ন্যানোটিউবের পরিধি 3Å (Å = 1 × 10-8 cm বা 10-10 m). গ্রাফাইটের মান 3.4Å.