প্রশ্ন ও উত্তর

মেগার বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. মেগারের কাজ কী?
উত্তর : মেগারের কাজ ইনসুলেশন রেজিস্ট্যান্স বা উচ্চমানের রেজিস্ট্যান্স পরিমাপ করা।

প্রশ্ন-২. ডিফ্লেকটিং কয়েলে কারেন্ট প্রবাহিত না হলে মিটার কী পাঠ দেয়?
উত্তর : ডিফ্লেকটিং কয়েলে কারেন্ট প্রবাহিত না হলে মিটার ইনফিনিট পাঠ দেয়।

প্রশ্ন-৩. মেগারের টেস্ট টার্মিনাল দুইটি শর্ট করে দিয়ে চালালে পয়েন্টারটি কত মান দেখাবে?
উত্তর : শূন্য (০) মান দেখাবে।

প্রশ্ন-৪. মেগারের টেস্ট টার্মিনাল দু’টি আলাদা আলাদা রেখে চালালে পয়েন্টারটি কত মান দেখাবে?
উত্তর : অসীম মান দেখাবে।

প্রশ্ন-৫. একটি মেগারের পয়েন্টারটি স্বাভাবিক অবস্থায় কোথায় অবস্থান করবে?
উত্তর : একটি মেগারের পয়েন্টারটি স্বাভাবিক অবস্থায় মাঝখানে অবস্থান করবে।

প্রশ্ন-৬. মেগার দিয়ে সর্বনিম্ন কত রেজিস্ট্যান্স সঠিকভাবে মাপা যায়?
উত্তর : মেগার দিয়ে সর্বনিম্ন 0.5MΩ রেজিস্ট্যান্স সঠিকভাবে মাপা যায়।

প্রশ্ন-৭. মেগারে কি ধরনের ভোল্টেজ উৎপন্ন হয়?
উত্তর : ডিসি জেনারেটর ভোল্টেজ উৎপন্ন হয়।

প্রশ্ন-৮. মেগার কোথা হতে সরবরাহ পায়?
উত্তর : মেগার ডিসি জেনারেটর হতে সরবরাহ পায়।

প্রশ্ন-৯. মেগারে কয়টি কয়েল থাকে ও কী কী?
উত্তর : দুটি কয়েল থাকে। যথা– ১. ডিফ্লেকটিং; ২. কন্ট্রোলিং কয়েল।

প্রশ্ন-১০. মেগার দিয়ে কমপক্ষে কত রেজিস্ট্যান্স সঠিক মাপ নেওয়া যায়?
উত্তর : কমপক্ষে ১ মেগাওহম।

প্রশ্ন-১১. মেগার দ্বারা কী কী টেস্ট করা যায় লিখ।
উত্তর : ইনস্যুলেশন রেজিস্ট্যান্স, কন্টিনিউটি।

প্রশ্ন-১২. মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে কী পরিমাপ করা হয়?
উত্তর : ইনস্যুলেশন রেজিস্ট্যান্স।

প্রশ্ন-১৩. উচ্চ রেজিস্ট্যান্স (ইনস্যুলেশন রেজিস্ট্যান্স) মাপার জন্য ব্যবহৃত ইনস্ট্রুমেন্টের নাম কী?
উত্তর : উচ্চ রেজিস্ট্যান্স (ইনস্যুলেশন রেজিস্ট্যান্স) মাপার জন্য ব্যবহৃত ইনস্ট্রুমেন্টের নাম মেগার।

প্রশ্ন-১৪. একটি মেগার যখন অপারেশন করে না, তখন নিডেলটি কত রেজিস্ট্যান্স দেখায়?
উত্তর : ইনফিনিটি।

প্রশ্ন-১৫ মেগারে কোন ধরনের সরবরাহ কাজ করে?
উত্তর : মেগারে ডিসি ধরনের সরবরাহ কাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button