MOBILES LEAKSSmartphone News
Samsung Galaxy Z Flip4 এর সম্পূর্ণ স্পেস লিক
Samsung Galaxy Z Flip4 এর সম্পূর্ণ স্পেস লিক
Samsung কোম্পানি তার z Flip সিরিজের নতুন ফোন samsung z flip 4 লঞ্চ করতে চলেছে|ফোনটিতে থাকছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর| Samsung Z Flip 4 এ থাকছে 8 জিবি রেম এর সাথে 128 জিবি ও 256 জিবি ফোন মেমোরি| কোনটির পাওয়ার সেকশনে থাকছে 3700 mAh এর একটি ব্যাটারি যা 25 Watt charging supported এবং 10 watt wireless charging supported |
Galaxy Z Flip4 একটি 6.7″ ফুলএইচডি+ 120Hz AMOLED স্ক্রিন থাকবে যার কেন্দ্রে একটি পাঞ্চ হোল থাকবে|ফোনটির পিছনে থাকছে 2 ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা 12 মেগাপিক্সেল এবং অন্যটি একটি 12 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর।