দারাজে চলছে মটোরোলার সুপার উইক
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ স্টোরে চলছে মটোরোলা বিভিন্ন মডেলের ফোনে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ স্টোরে চলছে মটোরোলা বিভিন্ন মডেলের ফোনে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়। “সুপার উইক” নামের এই ক্যাম্পেইনে মটোরোলার নির্বাচিত ফোনগুলোতে থাকছে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। সেই সঙ্গে সুদবিহীন ১২ মাস পর্যন্ত ইএমআই’র ব্যবস্থা।
অফারের মটোরোলার সেটগুলোর মধ্যে রয়েছে মটোরোলা জি৩১ (৪+৬৪ জিবি)। সেটটির বাজার মূল্য ১৯,৯৯৯ টাকা, অফার মূল্য ১৭,৭০৮ টাকা। একই মডেলের (৬+১২৮ জিবি) ভ্যারিয়েন্টের বাজার মূল্য ২৩,৯৯৯ টাকা। অফার মূল্য ২১,০৪০ টাকা।
এছাড়া মটরোলার ই৪০ -এর বাজার মূল্য ১৭,৪৯৯ টাকা, অফার মূল্য ১৫,৫৭৭ টাকা। মটোরোলা ই৭ পাওয়ারের বাজার মূল্য ১৩,২৯৯ টাকার আর অফার মূল্য ১২,৫০৮ টাকা। মটোরোলা জি৪০ ফিউশনের বাজার মূল্য ২৬,৯৯৯ টাকা আর অফার মূল্য ২৩,৭৩২ টাকা। এবং মটোরোলা জি৬০ এর বাজার মূল্য ২৮,৯৯৯ টাকা আর অফার মূল্য ২৫,৫২৭ টাকা। অফারটি চলবে ৩১ জুলাই পর্যন্ত।