আইফোন বিক্রি চাঙ্গা থাকার আশাবাদ অ্যাপলের
আইফোন বিক্রি চাঙ্গা থাকার আশাবাদ অ্যাপলের
গত বছরের মতো এবারো আইফোন নির্মাণ সচল রাখার জন্য সরবরাহকারীদের প্রতি নির্দেশনা দিয়েছে অ্যাপল। বৈশ্বিক স্মার্টফোন ও ইলেকট্রনিকস খাত যেখানে মন্দার আশঙ্কা করছে সেখানে বিত্তশালী গ্রাহকদের ওপর ভর করে আগের পরিকল্পনামাফিক পরবর্তী প্রজন্মের আইফোন নির্মাণ চালিয়ে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানা গিয়েছে, নয় কোটি ইউনিট নতুন ডিভাইস উৎপাদনে অ্যাসেম্বলার প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে অ্যাপল। অন্য একটি সূত্র বলছে, ২০২২ সালে ২২ কোটি আইফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক কোম্পানিটি।
ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে দেখা গিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৯ শতাংশ কমেছে। ২০২২ সালে স্মার্টফোন বিক্রি ৩ দশমিক ৫ শতাংশ হ্রাসের পূর্বাভাস দেয় ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজার যেখানে বিক্রি হ্রাসের আশঙ্কায় তখন পরিকল্পনামাফিক আইফোন উৎপাদন করে যাচ্ছে অ্যাপল। একাধিক সূত্রের বরাতে প্রভাবশালী এক মার্কিন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, প্রিমিয়াম গ্যাজেটে গ্রাহকরা ব্যয়ে ইচ্ছুক থাকায় অ্যাপল তার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। হুয়াওয়ের মতো কোম্পানির বেহাল দশায় হাই-এন্ডের ফোনে একচ্ছত্র আধিপত্য উপভোগ করছে অ্যাপল।
এদিকে গত মাসের শেষের দিকে তাইপে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরান্তে সাড়ে আট কোটি আইফোন ১৪ বিক্রির প্রত্যাশা অ্যাপলের। স্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের বরাতে তাইওয়ানভিত্তিক দৈনিকটি জানায়, চলতি প্রান্তিক শেষে হন হাই প্রিসিজন ইন্ডাস্ট্রি বা ফক্সকন, পেগাট্রন করপোরেশন ও লাক্সশেয়ার প্রিসিজন ইন্ডাস্ট্রির মতো অ্যাপলের প্রধান সরবরাহকারীদের চালান ২ কোটি ২০ লাখ ইউনিটে দাঁড়াবে। শেষ প্রান্তিকে আরো ৬ কোটি ৩০ লাখ ইউনিট চালান হবে।
অ্যাপলের ক্রয়াদেশ না কমানো সত্ত্বেও সাড়ে আট কোটি ইউনিট আইফোন সরবরাহ আগের পূর্বাভাসের চেয়ে কম। আগের পূর্বাভাসগুলোয় বছরান্তে নয় কোটি থেকে ৯ কোটি ২০ লাখ ইউনিট আইফোন ১৪ বিক্রির পূর্বাভাস দেয়া হয়েছিল। গত বছরের মতো এবারো সেপ্টেম্বরে চারটি নতুন মডেলের আইফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। সেগুলো হচ্ছে আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন প্রো ম্যাক্স। আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রধান সরবরাহকারী তাইওয়ানভিত্তিক ফক্সকন। আইফোন ১৪ ম্যাক্সের প্রধান সরবরাহকারী হতে যাচ্ছে চীনভিত্তিক পেগাট্রন। এছাড়া অন্য চীনা প্রতিদ্বন্দ্বী লাক্সশায়ার সরবরাহ করবে আইফোন ১৪ ও আইফোন ১৪ ম্যাক্স।