২৩ বছর পর নতুন রূপে ফিরল নকিয়া ৮২১০
২৩ বছর পর নতুন রূপে ফিরল নকিয়া ৮২১০
২৩ বছর পর একেবারে নতুন রূপে বাজারে এসেছে নকিয়া ৮২১০। ১৯৯৯ সালে নকিয়া ফিচার ফোনটি বাজারে এনে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া ৮২১০ মডেলের ফোনটিতে ফোরজি ফিচার যুক্ত করেছে।
ফিচার ফোন হলেও নকিয়া ৮২১০ ফোরজি ফোনটি ন্যানো সিম সাপোর্ট করবে। ৩.৮ ইঞ্চির কিউভিজেএ ডিসপ্লের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে সিরিজ ৩০ প্লাস। যার ফলে সূর্যের আলোতে ডিসপ্লে থাকবে ঝকঝকে। দীর্ঘ সময় ব্যবহারে ফোনটি স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইউনিসক টি১০৭ চিপসেট।
নকিয়ার নতুন এই ফিচার ফোনে রয়েছে ৪৮ এমবি র্যাম ও ১২৮ এমবি স্টোরেজ। স্টোরেজ কম হলেও ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে। ১৪৫০ এমএএইচ ব্যাটারি ফোনটি একবার চার্জে টানা ২৭ দিন চলবে।
ছবি তুলতে ফোনটির পেছনের দিকে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এতে রয়েছে এফএম রেডিও সাপোর্ট। ইয়ারফোন ছাড়াই শোনা যাবে এফএম রেডিও।
নকিয়া ৮২১০ ফোনটি কিনতে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে প্রায় ৫ হাজার টাকা। তবে বাংলাদেশের বাজার তবে নাগাদ আসবে তা জানা সম্ভব হয়নি। ডার্ক ব্লু ও রেড কালারে ফোনটি বাজারে পাওয়া যাবে।