Smartphone News

সেপ্টেম্বরে একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, তালিকায় আছে iPhone থেকে Xiaomi

Upcoming Smartphones September: 2022 এর আগস্টেই একাধিক smartphone লঞ্চ হয়েছে, ফের মাস বদলাতেই আরও একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সেপ্টেম্বরেই সব থেকে বড় ধামাকাদার লঞ্চ হয়ে থাকে কারণ ঠিক এরপরই শুরু হয়ে যায় উৎসবের মরশুম। এই বছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে Apple, Xiaomi, Samsung, সহ একাধিক কোম্পানির দারুন সব ফোন। গ্রাহকরা একদম এন্ট্রি লেভেল থেকে হাই এন্ড ফোনের অপশন পাবেন কেনার জন্য। থাকবে বিভিন্ন বাজেটের ফোন। দেখে নিন বিশ্ব বাজার সহ ভারতে কোন কোন ফোন লঞ্চ হচ্ছে এই মাসে।

IPHONE 14 PRO MAX

প্রতি বছরের মতো এই বছরও নিয়ম মেনে Apple তাদের নতুন ফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। সেপ্টেম্বরের 7 তারিখ লঞ্চ হবে iPhone 14 Series। এতে চারটি ভ্যারিয়েন্ট থাকতে চলেছে, যার মধ্যে আছে iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, iPhone 14 Pro Max। এই প্রো মডেলে 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলেই মনে করা হচ্ছে সহ A16 বায়োনিক চিপসেট থাকতে পারে। এবং এবার প্রো মডেলের সেলফি ক্যামেরা থাকবে পিল শেপড কাট আউটের মধ্যে। এর বেশি এখনও এই আইফোন 14 সিরিজ সম্পর্কে জানা যায়নি।

iPhone 14

 

দামের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি, আশা করা হচ্ছে আইফোন 13 এর মতোই দাম হবে। তাই মনে করা হচ্ছে যে দাম 1.4 লাখের আশপাশে হবে। অ্যাপেল তাদের নতুন CPU কেবল প্রো সিরিজে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। আর আইফোন 14 এবং আইফোন 14 ম্যাক্স চলবে A15 বায়োনিক চিপসেট এর সাহায্যেই। এছাড়া অ্যাপেল সবসময় অন থাকার ডিসপ্লে সহ নতুন ভেপর চেম্বার কুলিং মেকানিজম আনতে চলেছে।

 

MOTOROLA EDGE 30 ULTRA

সেপ্টেম্বরের 8 তারিখ Motorola তাদের নতুন flagship ফোনের কথা বিশ্ব বাজারে ঘোষণা করতে চলেছে। এই ফোনটি চলতি মাসেই চিনে Moto X30 Pro নামে লঞ্চ করেছে। এই ফোনে আছে 6.67 ইঞ্চির একটি Full HD+ OLED ডিসপ্লে যাতে আছে 144Hz রিফ্রেশ রেট। এছাড়া প্রসেসর হিসেবে আছে Snapdragon 8+ Gen 1 চিপ। সঙ্গে 125W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500mAh ব্যাটারি। এই ফোনে থাকবে 12 GB অবধি RAM এবং 256 GB অবধি ইন্টারনাল স্টোরেজ। জানা গিয়েছে এই ফোনটি একাধিক মেমোরি ভ্যারিয়েন্ট নিয়ে আসতে চলেছে। এছাড়া এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় থাকবে 60 মেগাপিক্সেলের সেন্সর এবং রিয়ার ট্রিপল ক্যামেরা সেট আপের প্রাইমারি ক্যামেরায় থাকবে 200 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের দাম 69,999 টাকার আশপাশেই হবে।

 

MOTOROLA EDGE 30 FUSION

Motorola Edge 30 Ultra এর সঙ্গেই হয়তো এই কোম্পানি Edge 30 Fusion ফোনটিকেও 8 সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে। চিনে এই ফোনটি Moto S30 Pro নামে লঞ্চ করেছে। এতে থাকবে 144 Hz রিফ্রেশ রেট সহ 6.55 ইঞ্চির একটি full HD+ OLED ডিসপ্লে। সেখানে Snapdragon 888+ প্রসেসর সহ 4400mAh ব্যাটারি থাকবে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। এই ফোনে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে বলে করা হচ্ছে। এছাড়া রিয়ার প্যানেলে 50, 13 এবং 2 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা থাকতে পারে। আর সেলফির জন্য থাকবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনের দাম 24,990 এর আশপাশে হবে।

 

Moto Edge 30

 

IQOO Z6 LITE

iQOO Z6 Lite ফোনটি এই কোম্পানির নতুন ফোন না সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে। এতে থাকবে 6.58 ইঞ্চির একটি full HD+ LCD ডিসপ্লে যাতে দেওয়া থাকবে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটি চলবে Qualcomm Snapdragon 680 SoC এর সাহায্যে। এই ফোনে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে সঙ্গে ডুয়াল রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। এছাড়া সাইডে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক সহ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 8.2, GPS, ইত্যাদির সুবিধাও থাকবে এই ফোনে। 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে এই ফোনে। 12,990 টাকার আশপাশের এই ফোনের দাম হতে পারে।

 

XIAOMI 12T PRO

শাওমির 15 সিরিজের নতুন ফোন Xiaomi 12T Pro চলতি মাসে লঞ্চ হতে পারে। Redmi K50 Ultra নামে যে ফোনটি এরই মধ্যে চিনে লঞ্চ করে গেছে সেটাই আসলে শাওমি এর এই নতুন ফোন। এতে থাকবে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এতে থাকবে Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC এবং 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোন উপলব্ধ হবে। এর ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকবে 200, 8 এবং 2 মেগাপিক্সেলের তিনটি সেন্সর। এছাড়া ভিডিও কল এবং সেলফির জন্য থাকবে 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এছাড়া থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, GPS, ইত্যাদি। 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকবে এই ফোনে। এই ফোনের দাম 39,999 টাকা হতে পারে।

 

Xiaomi 12T Pro

 

ONEPLUS 10 ULTRA (গুজব অনুযায়ী) 

এছাড়াও মনে করা হচ্ছে OnePlus তাদের নতুন flagship ফোনটাও এই মাসেই লঞ্চ করতে চলেছে। এটা oneplus 10 Pro মডেলের আপডেটেড ভার্সন। এই ফোন সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি তবে মনে করা হচ্ছে OnePlus 10 Pro এর মতোই ডিজাইন থাকবে এতে। সঙ্গে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে। এর দাম 79,990 টাকার আশেপাশে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button