MOBILES LEAKSSmartphone News
প্রথমার্ধে হুয়াওয়ের মুনাফা কমেছে ৫২%
চলতি বছরের প্রথমার্ধে হুয়াওয়ের নিট মুনাফা অর্ধেকের বেশি কমেছে
চলতি বছরের প্রথমার্ধে হুয়াওয়ের নিট মুনাফা অর্ধেকের বেশি কমেছে। জানুয়ারি-জুনের মধ্যে হুয়াওয়ের আয় ৫ দশমিক ৯ শতাংশ কমে ৩০ হাজার ১৬০ কোটি ইউয়ান বা ৪ হাজার ৪৭৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।
হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু জানান, আমাদের ডিভাইস সেগমেন্টের ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও আইসিটি অবকাঠামোতে প্রবৃদ্ধি ধরে রেখেছে।
চলতি বছরের প্রথমার্ধে হুয়াওয়ের নিট মুনাফা হয়েছে ১ হাজার ৫০৮ কোটি ইউয়ান, যেখানে ২০২১ সালের একই সময়ে নিট মুনাফা হয়েছিল ৩ হাজার ১৩৯ কোটি ইউয়ান।