রসায়ন বিজ্ঞান

জারণ সংখ্যা কি? যোজনী ও জারণ সংখ্যা এক নয় কেন?

জারণ সংখ্যা (Oxidation Number) এমন একটি সংখ্যা যা দ্বারা সংশ্লিষ্ট পরমাণুতে সৃষ্ট তড়িৎ চার্জের প্রকৃতি ও সংখ্যামান উভয়ই প্রকাশ পায়। জারণ সংখ্যার মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এমনকি জারণ সংখ্যা ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা হতে পারে। পরমাণু ইলেকট্রণ ত্যাগ করলে ধনাত্মক জারণ সংখ্যা হয় এবং ইলেকট্রণ গ্রহণ করলে ঋণাত্মক জারণ সংখ্যা হয়।

যোজনী ও জারণ সংখ্যা এক নয় কেন?

আমরা জানি, যৌগ গঠনের সময় কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে তার যোজনী বলে। অপরদিকে, কোনো মৌলের জারণ সংখ্যা হলো মৌলটির চার্জযুক্ত যোজনী। ভিন্ন ভিন্ন যৌগে একই যোজনী বিশিষ্ট মৌলের জারণ মান ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন– CH
4
 এবং CCl4 উভয় যৌগে C এর যোজনী 4 কিন্তু CH
4
-এ C এর জারণ সংখ্যা -4 ও CCl4 এ +4। অর্থাৎ, যোজনী ও জারণ সংখ্যা এক নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button