পদার্থবিজ্ঞান
ব্রেডবোর্ড (Breadboard) কি?
ব্রেডবোর্ড একটি আয়তকার ও ছিদ্রযুক্ত বোর্ড। একে ট্রেনার বোর্ড বা প্রজেক্টর বোর্ডও বলা হয়। এর উপরে এবং নীচে দুই সারি ছিদ্র রয়েছে। আলাদাভাবে প্রত্যেক সারির ছিদ্রগুলো অনুভূমিকভাবে সংযুক্ত। আবার মাঝের ছিদ্রগুলো বেশ কয়েকটি উল্লম্ব সারিতে বিভক্ত। একটি উল্লম্ব সারির ছিদ্রগুলো উল্লম্বভাবে সংযুক্ত। এক সারির ছিদ্রের সাথে অন্য সারির ছিদ্রের সংযোগ নেই। আবার মাঝের ফাঁকা অংশের এক পাশের ছিদ্রের সাথে অন্য পাশের ছিদ্রের সংযোগ নেই।