Xioami তাদের poco সিরিজের নতুন ফোন poco c40 লঞ্চ করতে চলেছে 16 জুন| ফোনটির ডিসপ্লে হিসাবে থাকছে 6.7-inch HD+, 60Hz LCD display | পিছনে থাকছে 50MP, f/1.8 main snapper এবং একটি 5MP depth sensor| সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5-megapixel একটি ক্যামেরা যেটি ফোনের ইউ সেফ ডিস্প্লের মধ্য স্থাপন করা হয়েছে।
ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগণ 680 প্রসেসর। ফোনটিতে থাকছে 2 টা ভেরিয়েন্ট 3/64 এবং 4/64 জিবি। ফোনটিতে আরও থাকছে dual SIM support, a 3.5mm jack, an IR blaster, FM radio, a rear-mounted fingerprint reader, Gorilla Glass 3 protection এর সুবিধা। Poco c40 থাকছে 6000mAh এর একটি বিশাল ব্যাটারি |