ভিভো Y35 এলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও দ্রুত চার্জের সুবিধা নিয়ে
ইন্দোনেশিয়াতে নতুন একটি সুলভ মূল্যের ফোন নিয়ে হাজির হয়েছে ভিভো
ইন্দোনেশিয়াতে নতুন একটি সুলভ মূল্যের ফোন নিয়ে হাজির হয়েছে ভিভো। ৪৪ওয়াট ফ্ল্যাশচার্জ হলো এই ফোনের হাইলাইটিং ফিচার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া ভিভো ওয়াই৩৫ ফোনটি সম্পর্কে।
প্রথমে ৪৪ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধার কথা জানা যাক। এই দামে অন্য সকল কোম্পানি যেখানে ১৮ওয়াট চার্জার দিচ্ছে সেখানে ভিভো ওয়াই৩৫ ফোনটিতে ৪৪ওয়াট ফাস্টচার্জার রেখেছে ভিভো। মাত্র ৩৪মিনিটে ৭০% চার্জ করা যাবে ফোনটি, যা থেকে ৭ঘন্টা ভিডিও স্ট্রিমিং বা গেমিং করার মত ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে।
ভিভো ওয়াই৩৫ ফোনের ফ্রন্টে ৬.৫৮ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে যা আবার ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চলবে ভিভো ওয়াই৩৫। ৮জিবি র্যাম এর পাশাপাশি ১২জিবি স্টোরেজ রয়েছে এতে। ৮জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ রয়েছে এই ফোনে, আবার ১ টেরাবাইট পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ দ্বারা চলবে ভিভো ওয়াই৩৫।
ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ভিভো ওয়াই৩৫ ফোনটিতে। ৫০মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি একটি ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও আরেকটি ২মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে৷ ১৬মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা থাকছে ফোনের ফ্রন্টে। ভিভো ওয়াই৩৫ এর ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, উভয় ক্ষেত্রে ডেডিকেটেড নাইট মোড এর সুবিধা পাওয়া যাবে।
ভিভো ওয়াই৩৫ ফোনটিতে ৩.৫মি.মি. হেডফোন জ্যাক এর পাশাপাশি Hi-Res Audio সার্টিফিকেশন ও এফএম রেডিও রিসিভার রয়েছে। আবার অডিও বুস্টার ২.০ এর কল্যাণে ফোনের স্পিকার এর সাউন্ড ৭২ডিবি পর্যন্ত বাড়ানো যাবে যা কোলাহলময় স্থানে বেশ কাজে আসতে পারে। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট রয়েছে ভিভো ওয়াই৩৫ ফোনটিতে।
ভিভো ওয়াই৩৫ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৫৮ইঞ্চি + ৯০হার্জ রিফ্রেশ রেট
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৮জিবি (+৮জিবি ভার্চুয়াল র্যাম)
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- চার্জিংঃ ৪৪ওয়াট ফ্ল্যাশচার্জ
ভিভো ওয়াই৩৫ ফোনটির দাম ইন্দোনেশিয়াতে ৩,৩০০রুপিয়াহ, যা ২২৫ডলার বা ১৮,০০০রুপি এর সমতুল্য। বাংলাদেশে এলে এই ভিভো মোবাইলের দাম ২০ হাজার টাকার একটু বেশি হতে পারে। ভিভো ওয়াই৩৫ ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? ফোনটি সম্পর্কে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।