এই অ্যান্ড্রয়েড অ্যাপগুলো আপনার ফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা দিবে
এই অ্যান্ড্রয়েড অ্যাপগুলো আপনার ফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা দিবে
গুগল প্লে স্টোরে অগণিত অ্যাপ ও গেমস রয়েছে, যার মধ্যে প্রোডাক্টিভিটি টুলস থেকে শুরু করে ফোন কাস্টমাইজ করার অ্যাপ পর্যন্ত অসংখ্য ধরনের অ্যাপ রয়েছে। তবে এমন কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে যেগুলো আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে।
এই পোস্টে আমরা এমন কিছু অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে জানবো যেগুলো আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতা একটু হলেও উন্নত করবে।
MacroDroid
অনেক অ্যাপ দ্বারা অ্যান্ড্রয়েড এর বিভিন্ন টাস্ক এর অটোমেশন তৈরী করা যায়। MacroDroid হলো একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অটোমেশন অ্যাপ, যা দ্বারা ফোনের বিভিন্ন একটিভিটি অটোমেটেড করা যাবে।
MacroDroid অ্যাপ ব্যবহার বেশ সহজ, আপনার শুধু অ্যাকশন সেট করতে হবে ও ঐ একশন এর ট্রিগার সিলেক্ট করতে হবে। যেমনঃ হেডফোন প্লাগ ইন করা যদি ট্রিগার হয়, তবে অটোমেটিক স্পটিফাই বা মিউজিক অ্যাপ ওপেন করা একশন হতে পারে।
এই ধরনের অসংখ্য পরিস্থিতিতে MacroDroid এর অটোমেশন টুল কাজে আসতে পারে। বিভিন্ন সাধারণ অটোমেশন প্রসেস থেকে শুরু করে জটিল অটোমেশন প্রসেসও তৈরী করা যাবে MacroDroid এর সাহায্যে। MacroDroid ডাউনলোড করুন।
IFTTT
MacroDroid অ্যাপ সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি, যা ফোনের বিভিন্ন একটিভিটি অটোমেট করে। IFTTT হলো MacroDroid এর মত আরেকটি অটোমেশন টুল, কিন্তু এটি শুধুমাত্র ইন্টারনেট-ভিত্তিক সেবাগুলোর ক্ষেত্রে কাজ করে। IFTTT ব্যবহার করে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস এর টাস্ক অটোমেট করা যায়।
MacroDroid এর মত IFTTT অ্যাপের ক্ষেত্রে শুধুমাত্র একশন ও ট্রিগার সেট করতে হয়। উল্লেখ্য, এখানে যে সার্ভিস ব্যবহার করবেন সেগুলো অ্যাকসেস পারমিশন IFTTT কে প্রদান করতে হবে যা নিরাপদ বলেই বিবেচিত। ধরুন আপনি চান যে ফেসবুক পেজে পোস্ট করা কোনো ছবি অটোমেটিক টুইটারে পোস্ট হয়ে যাবে, এমন পরিস্থিতিতে IFTTT কাজে আসতে পারে। IFTTT অ্যাপ ব্যবহার করে প্রায় সকল জনপ্রিয় ওয়েব সার্ভিস অটোমেট করা যায়। IFTTT ডাউনলোড করুন।
Notepin
Notepin অ্যাপটির কাজ শুনে আপনার মনে প্রশ্ন জাগবে এটি ইতিমধ্যে অ্যান্ড্রয়েড এর একটি ন্যাটিভ ফিচার নয় কেনো। এই অ্যাপটি ব্যবহার করে নোটস তৈরী করা যায় ও তা নোটিফিকেশন প্যানেলে রিমাইন্ডার হিসেবে সেভ করে রাখা যায়।
Notepin অ্যাপটি ব্যাবহার করা বেশ সহজ। প্রয়োজন ও সর্বশেষ এড করা নোট বাছাই এরও ফিচার রয়েছে। এছাড়া আলাদা কালার দ্বারা নোট গুছানোর সুবিধাও রয়েছে। ফোনের নোটিফিকেশন প্যানেল আমরা প্রতিদিন অসংখ্য বার ওপেন করি, আর সেখানে যদি প্রয়োজনীয় বিষয়ে নির্দেশনা থাকে তাহলে কোনো কাজ দ্রুত শেষ করার কথা মনে করিয়ে দিতে তা সাহায্য করবে। Notepin ডাউনলোড করুন।
Lynket Browser
ইন্টারনেটে মজার আর্টিকেল খুঁজে পাওয়ার সেরা উৎস হলো সোশ্যাল মিডিয়া, তবে মাঝেমধ্যে সব আর্টিকেল একই সাথে পড়া সম্ভব হয়ে উঠেনা। এমন অবস্থায় পরবর্তীতে পড়তে চান, এমন আর্টিকেল সেভ করে রাখা একটি বুদ্ধির কাজ হতে পারে।
এই কাজে ব্যবহার করতে পারেন Lynket Browser অ্যাপটি। এটি ব্যাকগ্রাউন্ডে ওয়েব পেজ ওপেন করে রাখে, যা ফ্লোটিং ও অনস্ক্রিন বাবলে ট্যাপ করার মাধ্যমে যেকোনো সময় অ্যাকসেস করা যায়। অ্যাপটি ব্যবহার বেশ সহজ ও ইতিমধ্যে থাকা ডিফল্ট ব্রাউজারের সাথে ব্যবহার করা যায়।
অ্যাপটির আরেকটি অসাধারণ ফিচার হলো ওয়েব পেজ Article মোডে ওপেনের সুযোগ। এই ফিচারের মাধ্যমে কোনো ধরনের ঝামেলা ছাড়া ওয়েবপেজ ওপেন হয়, যা থেকে পড়া বেশ সহজ। Lynket Browser ডাউনলোড করুন।
Quick Cursor
স্মার্টফোন এর স্ক্রিন দিনদিন আরো বড় হচ্ছে, যার ফলে এক হাতে ফোন ব্যবহার অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। Quick Cursor অ্যাপটি মূলত উল্লেখিত সমস্যার সমাধান করে।
Quick Cursor অ্যাপটি স্ক্রিনে একটি কার্সর যোগ করে যার মাধ্যমে থাম্ব দিয়ে কোনো অ্যাপের বাটন ও অন্যান্য ইউআই এলিমেন্ট নিয়ন্ত্রণ করা যায়। এই অ্যাপের কল্যাণে স্ক্রিনের অল্প অংশ ব্যবহার করে বাকি স্ক্রিনে থাকা সবকিছু নিয়ন্ত্রণ করার সুবিধা পাওয়া যায়। অ্যাপটি মূলত অ্যান্ড্রয়েড এর Accessibility Settings ব্যবহার করে চলে। Quick Cursor ডাউনলোড করুন।
Clipt
কম্পিউটার ও মোবাইল এর মধ্যে কোনো লেখা কিংবা ফাইল আদানপ্রদান করা আনাদের অনেকের দৈনন্দিন কাজের অংশ। কিন্তু এই কাজ করতে গিয়ে অনেক বিপাকে পড়েন কিভাবে করবেন তা বুঝতে না পেরে৷ Clipt হলো একটি প্ল্যাটফর্ম অ্যাপ যা ব্যবহার করে কম্পিউটার ও মোবাইলের মধ্যে ক্লিপবোর্ড শেয়ার এর পাশাপাশি ফাইলও শেয়ার করা যায়।
Clipt অ্যাপটি মূলত গুগল ড্রাইভ ব্যবহার করে কাজ করে। ফোনে অ্যাপটি ডাউনলোড করে ও কম্পিউটারে ব্রাউজার এক্সটেনশন ইন্সটল করে একই গুগল একাউন্টে লগিন করে দুইটি ডিভাইসের মধ্যে ফাইল শেয়ার করা যাবে। Clipt ডাউনলোড করুন।
Lens
গুগল এর সার্ভিসগুলোর মধ্যে দারুণ একটি সংযোজন হলো Google Lens অ্যাপটি। গুগল লেন্স ব্যবহার করে ছবি থেকে লেখা কপি করা, ট্রান্সলেট করা, শপিং বা রেস্টুরেন্ট মেন্যু স্ক্যান, এমনকি কোনো স্থান, বস্তু, প্রাণীও স্ক্যান করা যায়। গুগল লেন্স ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে পারেন আমাদের ডেডিকেটেড পোস্ট থেকে
Sesame
Seasme হলো একটি ইউনিভার্সাল সার্চ ও শর্টকাট মেকার, যার মাধ্যমে যেকোনো অ্যাপের যেকোনো একটিভিটি এর শর্টকাট তৈরী করা যায়। ধরুন, ফেসবুকে আপনার গ্রুপে এক ক্লিকে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে অ্যাপটি দ্বারা শর্টকাট তৈরি করে নিতে পারেন। এই অ্যাপ দ্বারা যেকোনো শর্টকাট তৈরী করতে পারবেন। Sesame ডাউনলোড করুন।
Niagara Launcher
অ্যান্ড্রয়েড ফোনের জন্য লঞ্চার অ্যাপের অভাব নেই, কিন্তু এতো এতো লঞ্চার অ্যাপের মধ্যে Niagara Launcher সবচেয়ে ইউনিক। হোমস্ক্রিনকে বেশ ক্লিন ও ফ্রেশ লুক প্রদান করে এই লঞ্চার অ্যাপটি। হাতের কাছে সকল অ্যাপের অ্যাকসেস পাওয়া যায় এই লঞ্চার অ্যাপে। Niagara Launcher ডাউনলোড করুন।
Super Status Bar
অ্যান্ড্রয়েড ফোনে স্ট্যাটাস বার প্রায় যেকোনো অ্যাপ থেকে দেখা যায়, তাই সময় ও ব্যাটারি দেখার পাশাপাশি আরো কাজে লাগানো যেতে পারে এই স্ট্যাটাস বার। Super Status Bar অ্যাপটি ব্যবহার করে স্ট্যাটাস বারকে আল্টিমেট লেভেলের কাস্টমাইজ করা সম্ভব।
অ্যাপটির সাহায্য স্ট্যাটাস বারে সোয়াইপ করে ব্রাইটনেস বা ভলিউম লেভেল এডজাস্ট করা যাবে। আবার ইনকামিং নোটিফিকেশন ও মেসেজের প্রিভিউও দেখা যাবে। এছাড়া স্ট্যাটাস বারের জন্য জেশ্চার কন্ট্রোলও সেট করার সুবিধা প্রদান করে অ্যাপটি। এক কথায় আপনার স্ট্যাটাস বারকে নিজের মনের মত সাজানোর ও কাজে লাগানোর সুযোগ প্রদান করে অ্যাপটি। Super Status Bar ডাউনলোড করুন।