MOBILES LEAKSSmartphone News

ফিচার ফোনে অ্যান্ড্রয়েড ১২ থাকছে সেলফি ক্যামেরাসহ টাচস্ক্রিন ডিসপ্লে

ফিচার ফোনটির মডেল ডুওকিন এফ২২০ প্রো

দিনকে দিন বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। স্মার্টফোনে সকল সুযোগ-সুবিধা থাকায় ফিচার ফোনের বিক্রি অনেকটাই কমেছে। এই স্মার্টফোনের বড় একটা অংশ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। মূলত এই অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তার কারণেই ক্রমশ কমছে ফিচার ফোনের ব্যবহার। প্রতিযোগিতায় টিকে থাকতে এবার ফিচার ফোনে অ্যান্ড্রয়েড সুবিধা নিয়ে এসেছে চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান ডুওকিন। প্রতিষ্ঠানটি শাওমির সাব-ব্র্যান্ড।

ফিচার ফোনটির মডেল ডুওকিন এফ২২০ প্রো। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। স্মার্টফোনের প্রায় সব কাজই এই ফিচার ফোনের মাধ্যমে করা যাবে। ভিডিও কলিং, অনলাইন ব্রাউজিং থেকে শুরু করে মিউজিক স্ট্রিমিং করা যাবে এই ফোনে।

ফোনটিতে থাকছে ৩.৫ ইঞ্চির আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে। এর ডিসপ্লে রেজোলিউশন ৬৪০ বাই ৯৬০পিক্সেল। পারফর্মেন্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক হ্যালিও জি৮৫ প্রসেসর। রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। এ ধরনের কনফিগারেশন ভালো মানের স্মার্টফোনেও দেখা যায় না।

ফোনের পেছনে প্রাইমারি ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স২১৯ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনে ২১৫০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং। ইউএসবি সি পোর্টের মাধ্যমে এই ফোন চার্জ দেওয়া যাবে।

ডুওকিন এফ২২০ প্রো ফোনে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতোই থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা যাবে। আপাতত চীনে এই ফোন লঞ্চ হয়েছে। দাম ১৪৮ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার টাকা মতো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button