TCLকোম্পানি তাদের নতুন ফোন TCL Stylus 5G লঞ্চ করতে চলেছে| ফোনটিতে থাকছে 6.81-inch LCD with FHD+ resolution and a 60Hz refresh rate এর একটি ডিসপ্লে| ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা,8 মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড সেন্সর,2মেগাপিক্সেলের এর একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের এর একটি ডেফথ সেন্সর ক্যামেরা।সামনে থাকবে 13 মেগাপিক্সেলের এর একটি সেলফি ক্যামেরা।
ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছেন মিডিয়াটেক ডায়মেন সিটি 700 5G প্রসেসর| ফোনটির দাম হিসেবে থাকছে 4gb এবং ফোন মেমোরি 128 জিবি| ফোনটির পাওয়ার সেকশনে থাকছে 4000 mAh এর একটি ব্যাটারি যা 18 ওয়াট সাপোর্টেড| ফোনটিতে থাকছে Androaid 12 এর আপডেট|