MOBILES LEAKSSmartphone News

৭০ লাখ ফাইভজি স্মার্টফোন বিক্রি শাওমির

শাওমি এরই মধ্যে ৭০ লাখ ফাইভজি ফোন বিক্রি করেছে

অল্প কিছুদিন হলো, পৃথিবীর বেশ কয়েকটি দেশ ফাইভজি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কিন্তু ভারত এখনো এ নেটওয়ার্ক সুবিধায় যুক্ত হতে পারেনি। যদিও দেশটিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার রয়েছে।

অবশ্য শোনা যাচ্ছে, শিগগিরই দেশটি ফাইভজি নেটওয়ার্কের আওতায় আসবে। দেশটি পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কে যুক্ত হওয়ার আগেই সেখানে শাওমি এরই মধ্যে ৭০ লাখ ফাইভজি ফোন বিক্রি করেছে।

সাম্প্রতিক এক ঘোষণায় কোম্পানিটি জানায়, ২০২০ সালের মে থেকে চলতি বছরের জুন নাগাদ এ ফাইভজি হ্যান্ডসেটগুলো সরবরাহ করেছে চীনা স্মার্টফোন জায়ান্টটি।

শাওমির ফাইভজি সুবিধাসম্পন্ন যে ফোনটি প্রথম ভারতে আসে সেটি হলো এমআই ১০ ফাইভজি। এর একটি সেটের দাম প্রায় ৪৫ হাজার রুপি হওয়ায় তখন অনেকেই সেটি কিনতে পারেনি। ফলে ২০২১ সালের জানুয়ারিতে শাওমি নতুন আরেকটি ফাইভজি ফোন বাজারে নিয়ে আসে। সুলভ মূল্যের এ ফোনের মডেল এমআই ১০ আই ফাইভজি। এভাবে শাওমি ভারতের বাজারে তাদের ফাইভজি ফোনগুলোর দাম কমাতে শুরু করে। বলা হয়, শুরুর দিকের কোম্পানিটির ফাইভজি ফোনগুলোয় লিমিটেড ব্যান্ড সাপোর্ট ছিল। এ সেটগুলোর বেশ কয়েকটি ফাইভজি নেটওয়ার্ক পুরোপুরি সাপোর্ট করত না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button