দাম কমলো Realme 9 স্মার্টফোন সহ হেডফোন, ল্যাপটপের!
828 Realme Fan Festival সেলে মোবাইল ফোনের উপর অফার
Realme তাদের ভারতীয় ফ্যানদের জন্য আয়োজন করেছে ‘828 Realme Fan Festival’ সেলের। এই সেলটি ইতিমধ্যেই অর্থাৎ ২৪শে আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং চলবে আগামীকাল (২৮শে আগস্ট) পর্যন্ত। সংস্থার বিবৃতি অনুযায়ী, ভারতীয় গ্রাহকদের জন্য ২০ কোটি টাকারও বেশি মূল্যের অফার উপলব্ধ করা হয়েছে সেলে৷ এক্ষেত্রে আলোচ্য সেলে, Realme 9 সিরিজ সহ একাধিক স্মার্টফোন মডেলের সাথে ২,৫০০ টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে শেনঝেন ভিত্তিক ব্র্যান্ডটি। এছাড়াও, ট্যাবলেট, ল্যাপটপ, অডিও গ্যাজেট এবং স্মার্টওয়াচ -এর মতো প্রোডাক্টকেও ভারী ডিসকাউন্ট এবং নানাবিধ অফারের সাথে সস্তায় কিনে নেওয়া যাবে সেল লাইভ থাকাকালীন। আর আগ্রহীদের জানিয়ে দিই, Realme প্রদত্ত প্রত্যেকটি অফারের লাভ আপনারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com), ই-কমার্স সাইট Amazon, Flipkart এবং সংস্থা যাবতীয় অফলাইন স্টোরগুলির মাধ্যমে ওঠাতে পারবেন৷ চলুন এবার ‘828 Realme Fan Festival’ সেলের ২০২২ এডিশনে ডিসকাউন্টের সাথে উপলব্ধ যাবতীয় প্রোডাক্টের তালিকা এবং অফারের বিশদ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
828 Realme Fan Festival সেলে মোবাইল ফোনের উপর অফার
828 Realme Fan Festival সেলে ট্যাবলেটের উপর অফার
828 Realme Fan Festival সেলে অডিও প্রোডাক্ট এবং স্মার্টওয়াচের উপর অফার
828 Realme Fan Festival সেলে ল্যাপটপের উপর অফার
৮২৮ রিয়েলমি ফ্যান ফেস্টিভ্যাল সেল চলাকালীন, Realme Book Slim ল্যাপটপের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি SSD বিকল্প যুক্ত ইন্টেল কোর i3 প্রসেসর ভ্যারিয়েন্টকে ৩৭,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম + ৫১২ জিবি SSD যুক্ত ইন্টেল কোর i5 প্রসেসর অপশনকে ৫২,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। আর, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ও ইন্টেল কোর i3 চিপসেট সহ আসা Realme Book Prime ল্যাপটপকে আলোচ্য সেলে নূন্যতম ৬২,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসতে পারবেন আপনারা।
উপরে উল্লেখিত অনলাইন অফারগুলি ছাড়াও, ক্রেতারা ভারত জুড়ে অবস্থিত যেকোনো রিয়েলমি বা অন্যান্য রিটেল অফলাইন স্টোরগুলিতে স্মার্টফোন কেনাকাটার ক্ষেত্রে ৪,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন৷ এমনকি সেল আগামীকাল শেষ হয়ে গেলেও, কিছু অফলাইন স্টোরে এই অফারগুলি ৩১শে আগস্ট পর্যন্ত বৈধ থাকছে।