MOBILES LEAKSSmartphone News

গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!

দক্ষিণ কোরিয়া টেক জায়ান্ট স্যামসাংয়ের স্মার্টফোন মানেই নতুনত্ব

দক্ষিণ কোরিয়া টেক জায়ান্ট স্যামসাংয়ের স্মার্টফোন মানেই নতুনত্ব। চলতি বছরের শুরুতে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২২ আল্ট্রা বাজারে এনে বেশ সাড়া ফেলেছে। এবার ফোনটির উত্তরসূরি হিসেবে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং। সম্প্রতি ফোনটির ফার্মওয়্যার ডেটা অনলাইনে ফাঁস হয়েছে।

জনপ্রিয় টিপস্টার পরাশ গুগলানি স্যামসাংয়ের পরবর্তী গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের ডেটা ফাঁস করেছেন৷ রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনটিতে ডিএম৩ কোড যুক্ত রয়েছে। আর সাথে একাধিক মডেল নম্বরও।

টিপস্টার দাবি করেন, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে। এতে স্যামসাংয়ের নিজস্ব ২০০ মেগাপিক্সেলের আইএসসিল এইচপি২ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে।

এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, আলোচিত এই মডেলটি ২০২৩ সালের শুরুতেই বাজারে আসার সম্ভাবনা আছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ১ লাখ ২০ হাজার টাকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button