সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও আফগানিস্থান এর মধ্যকার ম্যাচ এর মাধ্যমে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭ আগস্ট শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২২। ছয় বছরে এই প্রথমবার এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে টি২০ ফরম্যাটে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এবং হংকং, এই ৬টি দল এশিয়া কাপ ২০২২ এর ট্রফি জেতার লক্ষ্যে মাঠে নামবে। প্রথমে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটিতে আর্থিক সমস্যার কারণে নতুন ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করা হয়। এই পোস্টে এশিয়া কাপ ২০২২ এর সময়সূচি, বাংলাদেশ দল, এবং কিভাবে এশিয়া কাপ ২০২২ দেখবেন সে সম্পর্কে বিস্তারিত জানবেন।
এশিয়া কাপ ২০২২ এর সময়সূচি
২০২২ সালের এশিয়া কাপ টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ও ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হবে। এর মানে হলো প্রতিটি দল নিজেদের গ্রুপে ২টি করে ম্যাচ খেলবে, প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল সুপার ফোর ধাপে যাবে, যেখানে দলগুলো রাউন্ড-রবিন ফরম্যাটে একে অন্যের সাথে খেলবে।
সুপার ফোর স্টেজের সেরা দুইটি দল এশিয়া কাপ ২০২২ এর ফাইনালে লড়াই করবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এশিয়া কাপ ২০২২ এর ৬টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছেঃ
- গ্রুপ এঃ ভারত, পাকিস্তান, হংকং
- গ্রুপ বিঃ বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্থান
এইতো গেলো এশিয়া কাপ ২০২২ সম্পর্কে সাধারণ তথ্য। এবার জানি চলুন কোন কোন দিন কোন কোন দলের খেলা রয়েছে
- আগস্ট ২৭ – শ্রীলঙ্কা বনাম আফগানিস্থান, দুবাই (গ্রুপ বি)
- আগস্ট ২৮ – ভারত বনাম পাকিস্থান, দুবাই (গ্রুপ এ)
- আগস্ট ৩০ – বাংলাদেশ বনাম আফগানিস্থান, শারজাহ (গ্রুপ বি)
- আগস্ট ৩১ – ভারত বনাম হংকং, দুবাই (গ্রুপ এ)
- সেপ্টেম্বর ১ – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দুবাই (গ্রুপ বি)
- সেপ্টেম্বর ২ – পাকিস্থান বনাম হংকং, শারজাহ (গ্রুপ এ)
- সেপ্টেম্বর ৩ – বি১ বনাম বি২, শারজাহ (সুপার ৪)
- সেপ্টেম্বর ৪ – এ১ বনাম এ২, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ৬ – এ১ বনাম বি১, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ৭ – এ২ বনাম বি২, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ৮ – এ১ বনাম বি২, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ৯ – বি১ বনাম এ২, দুবাই (সুপার ৪)
- সেপ্টেম্বর ১১ – প্রথম সুপার ৪ বনাম দ্বিতীয় সুপার ৪, দুবাই (ফাইনাল)
অর্থাৎ এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট থেকে ও ১১ সেপ্টেম্বর শেষ হবে ফাইনালের মাধ্যমে। উল্লেখ্য যে প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ এর সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ দল
এশিয়া কাপ ২০২২ এর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে অনেক নাটকীয়তার পর অবশেষে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন ঘোষণা করে ১৭সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিবের নেতৃত্বাধীন এশিয়া কাপ ২০২২ এর বাংলাদেশ স্কোয়াড নিম্নরুপঃ
- সাকিব আল হাসান
- এনামুল হক বিজয়
- মুশফিকুর রহিম
- মাহমুদউল্লাহ রিয়াদ
- আফিফ হোসাইন ধ্রুব
- মোসাদ্দেক হোসাইন সৈকত
- শেখ মাহাদী হাসান
- মোহাম্মদ সাইফউদ্দিন
- হাসান মাহমুদ
- মোস্তাফিজুর রহমান
- সাব্বির রহমান
- নাসুম আহমেদ
- এবাদত হোসেন
- মেহেদী হাসান মিরাজ
- পারভেজ ইমন
- নুরুল হাসান সোহান
- তাসকিন আহমেদ
বাংলাটেক এর পক্ষ থেকে সাকিব এর নেতৃত্বাধীন ১৭সদস্যের এই বাংলাদেশ দলকে জানাই শুভ কামনা।
এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার উপায়
দেশি টেলিভিশন চ্যানেল, গাজী টিভি ইতিমধ্যে বাংলাদেশে এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচারের স্বত্বাধিকার কিনে নিয়েছে। অর্থাৎ টিভিতে গাজী টিভি চ্যানেলে এশিয়া কাপ ২০২২ এর ম্যাচগুলো দেখা যাবে। এছাড়া নাগরিক টিভি, টি স্পোর্টস, স্টার স্পোর্টস, টেন স্পোর্টস ও বিটিভিতেও খেলাগুলো দেখা যাবে বলে জানা গেছে। অনলাইনে লাইভ খেলা দেখতে পারবেন র্যাবিটহোলবিডি ও মাইজিপি অ্যাপ থেকে। টফি অ্যাপেও খেলাগুলো দেখা যাবে বলে আশা করা যায়। এছাড়া গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপেও খেলা দেখতে পারবেন। এশিয়া কাপের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।