দুর্দান্ত ক্যামেরায় আসছে গুগল পিক্সেল ৭
পিক্সেল ৭ ফ্ল্যাগশিপ ফোনটি চলতি বছরের অক্টোবরে বিশ্ববাজারে উন্মোচন করবে গুগল
মার্কিন টেক জায়ান্ট গুগল তাদের সর্বশেষ স্মার্টফোন পিক্সেল ৬ বাজারে আনে গত বছরের অক্টোবরে। এরপরই প্রতিষ্ঠানটি এই সিরিজের নতুন ডিভাইস (পিক্সেল ৭) আনার জন্য তড়িঘড়ি শুরু করে। শোনা যাচ্ছে, প্রতিবারের মতো এবারও পিক্সেল ৭ ফ্ল্যাগশিপ ফোনটি চলতি বছরের অক্টোবরে বিশ্ববাজারে উন্মোচন করবে গুগল।
ফোনটি সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির সাইটে দেখা গেছে। ডিভাইসটি সর্ম্পকে কিছু তথ্য অনলাইনে ফাঁস করেছেন জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা।
গুগল পিক্সেল ৭ ফোনটি দেখতে প্রায় পূর্বসূরি পিক্সেল ৬ এর মতোই হবে। ডিভাইসটির পেছনের ক্যামেরায় থাকবে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন১ প্রাইমারি ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৮ আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং জিএম১ টেলিফটো ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য সামনের ক্যামেরায় থাকবে ১০ দশমিক ৮৭ মেগাপিক্সেলের স্যামসাং ৩জে১ সেন্সর।
৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৪ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে থাকবে অত্যাধুনিক গুগল টেনসর প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৩।
ফোনটিতে ফাইভজি, ফোরজি এবং থ্রিজি কানেক্টিভিটি থাকবে। পাশাপাশি থাকবে ওয়্যারলেস চার্জিং সুবিধা।