অক্টোবরে আসছে অ্যাপলের নতুন আইপ্যাড
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের নতুন আইপ্যাড বাজারে আসছে আগামী অক্টোবরে
৯টু৫ম্যাক জানিয়েছে, মেগা ইভেন্টের মাধ্যমে স্মার্টফোনের পাশাপাশি স্মার্টওয়াচও বাজারে আনবে অ্যাপল। স্মার্টফোন ও স্মার্ট ওয়াচের পর দীর্ঘ সময় যাতে আইপ্যাডের জন্য অপেক্ষা না করতে হয় এ জন্যই অক্টোবরে নতুন ডিভাইস বাজারে আনা হবে।
এরইমধ্যে নতুন আইপ্যাডের কিছু তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। বলা হচ্ছে, ডিভাইসটিতে ১০.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফাইভজি চালিত এ ডিভাইসে থাকবে এ১৪ বায়োনিক প্রসেসর এবং ইউএসবি টাইপ সি পোর্ট। তবে নতুন আইপ্যাড প্রোতে এম২ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন ডিভাইসের পাশাপাশি প্রিমিয়াম পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইভেন্টে নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করবে। যা আইপ্যাডওএস ১৬ মডেলের ট্যাবলেটে ব্যবহার করা হবে।
এ বছর আইফোন ১৪ সিরিজের অধীনে চারটি মডেল লঞ্চ করবে অ্যাপল। যেগুলো হলো– আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।
জানা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজে একাধিক নতুন ফিচার আনতে যাচ্ছে অ্যাপল। যার মধ্যে অন্যতম হচ্ছে এর ক্যামেরা। প্রথমবারের মতে আইফোনে ৪৮ মেগাপিক্সেল হাই-রেজোলিউশন প্রাইমারি সেন্সর দেখতে পাবেন গ্রাহকরা। প্রো মডেলে মিলবে পরবর্তী প্রজন্মের এ১৬ বায়োনিক প্রসেসর।