ভিভোর নতুন সস্তা স্মার্টফোন Y02s এলো!
নতুন একটি বাজেট ফোন নিয়ে এসেছে ভিভো
নতুন একটি বাজেট ফোন নিয়ে এসেছে ভিভো। Vivo Y02s নামের এই ফোনটিতে ৫০০০মিলিএম্প ব্যাটারির পাশাপাশি চলনসই স্পেসিফিকেশন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ভিভো ওয়াই০২এস ফোনটি সম্পর্কে বিস্তারিত।
ভিভো ওয়াই০২এস ফোনটিতে ৬.৫১ইঞ্চির এইচডি+ রেজ্যুলেশনের ডিসপ্লে রয়েছে। ফোনের পাওয়ার বাটনে স্থান পেয়েছে ফোনটির ফিংগারপ্রিন্ট স্ক্যানার। ফোনের ব্যাক প্যানেলে গ্লাস এর মত ডিজাইন রাখা হয়েছে যা ভিভো’র ভাষ্যমতে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। ট্রেন্ডিং বক্সি টাইপের ডিজাইন থাকায় ফোনটি সস্তা বলে মনেই হয়না!
ভিভো ওয়াই০২এস ফোনটির ব্যাকে সিংগেল ৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে দুইটি বাম্প রয়েছে, যেখানে একটি হলো ক্যামেরা ও অপরটি এলইডি ফ্ল্যাশলাইট। ৫মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনের ফ্রন্টে। স্ক্রিনের উপরে মাঝখানে ওয়াটারড্রপ নচের মধ্যে দেওয়া হয়েছে এর সেলফি ক্যামেরা।
এই দামের প্রায় সকল ফোনে অন্তত ডুয়াল ক্যামেরা রয়েছে, যার কারণে ভিভো ওয়াই০২এস এর সিংগেল ক্যামেরা বেশ বেমানান লাগে। বেশ পুরোনো মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ভিভো ওয়াই০২এস ফোনটিতে। তবে ভালো বিষয় হচ্ছে ফোনটিতে ৩জিবি র্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
এছাড়া এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহারের সু্যোগ রয়েছে ফোনটিতে। ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি চার্জ করতে অনেকটা সময় লাগবে বক্সে থাকা ১০ওয়াট চার্জার দ্বারা।
ভিভো ওয়াই০২এস ফোনটি চীনে মুক্তি পেয়েছে। ৯০৬ ইউয়ান বা ১১৫ডলার দামে পাওয়া যাবে ভিভো ওয়াই০২এস। রয়েছে স্যাফায়ার ব্লু ও শাইন ব্ল্যাক কালার থেকে বেছে নেওয়ার সুযোগ। ফোনটি বাংলাদেশে এলে ১২ হাজার টাকার আশেপাশে দাম হতে পারে।
তো, আপনি কী ভাবছেন ভিভোর নতুন এই ফোনটি সম্পর্কে? আপনি কি এই ভিভো স্মার্টফোন কিনতে আগ্রহী? কমেন্টে আপনার মতামত জানান!