IQOO তাদের নতুন সিরিজ IQOO NEO 6 সম্প্রতি চীনে লঞ্চ করেছে| এই ফোনটি স্নাপড্রাগণ 870 প্রসেসর দিয়ে লাঞ্চ হয়েছে| কোনটিতে থাকছে 6.62 ইন্সি একটি অ্যামোলেড ডিসপ্লে যা 120HZ রিফ্রেশরেট যুক্ত। এই ফোনে রয়েছে 8gb ও 12 জিবি র্যাম এবং 128 ও 256 জিবি ফোন মেমোরি।
ফোনটির পিছনে রয়েছে 64 মেগাপিক্সেল এর একটি প্রাইমারি লেন্স এবং 8 মেগাপিক্সেল এর একটি ultra wide সেন্সর ও 2 মেগাপিক্সেলের এর একটি ম্যাক্রো সুটার এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা| ফোনটিতে রয়েছে 4700 mAh একটি ব্যাটারি এবং বক্সে থাকছে 80 watt এর একটি ফাস্ট চার্জার।