৭ হাজার টাকায় নকিয়ার স্মার্টফোন
নতুনরূপে বাজারে আসল নকিয়ার পুরনো নকিয়া সি০১ প্লাস ফোন। সি০১ প্লাস মডেলের ফোনটি আগে ২জিবি র্যাম এবং ১৬ জিবি রমে বাজারে ছিল। এখন তা আপডেট করে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি রমে উন্নীত করা হয়েছে। কোম্পানিটির ভাষ্য, ব্র্যান্ড হিসেবে ভারতের বাজারে সবচেয়ে সস্তা স্মার্টফোনের রেকর্ড এখন নকিয়ার ঝুলিতে।
নকিয়া সি০১ প্লাস স্মার্টফোনে রয়েছে ৫.৪৫ ইঞ্চির ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০x১৪৪০ পিক্সেলস এবং অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনটিতে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন। আরও থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ফোনের পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফির জন্য থাকছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর ক্যামেরা। ফোরজিচালিত ফোনটিতে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। নকিয়া সি০১ প্লাস ফোনটি কেনা যাবে মাত্র ৭ হাজার টাকায়। বাংলাদেশে ফোনটি কবে নাগাদ পাওয়া যাবে, তা জানা সম্ভব হয়নি।