নিজেদের আরো কিছু স্মার্টফোনের জন্য আর সাপোর্ট প্রদান করবেনা শাওমি। এই এন্ড অফ সাপোর্ট (EOS) ডিভাইস এর তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরো ১০টি ডিভাইস। এর মানে হলো এসব ডিভাইস আর কোনো ধরনের ফার্মওয়্যার বা সফটওয়্যার আপডেট পাবেনা।
শাওমি এর অসংখ্য ডিভাইস নিয়মিত বাজারে আসে, যার ফলে অনেক পুরাতন ডিভাইস একে একে আপডেট না পাওয়ার তালিকায় যুক্ত হয়। শাওমির অধিকাংশ ফোন ২ বছর পর্যন্ত আপডেট পেতে দেখেছি আমরা। তবে শাওমির কিছু জনপ্রিয় মডেলের ক্ষেত্রে আরো লম্বা সময় ধরে আপডেট প্রদান করতে দেখা গিয়েছে।
শাওমির ফাস্ট ডিভাইস আপগ্রেড সাইকেল এর কারণে নিয়মিত অনেক ডিভাইস “এন্ড অফ সার্ভিস” লিস্টে স্থান পায়। কিছুদিন আগেও শাওমির অনেক ডিভাইস এন্ড অফ সার্ভিস ঘোষণা করেছিলো শাওমি যার তালিকা আমরা এর আগেও প্রকাশ করেছি।
এবার ১০টি নতুন ডিভাইস যুক্ত হলো শাওমির এই এন্ড অফ সাপোর্ট লিস্টে, যেগুলো ভবিষ্যতে শাওমির পক্ষ থেকে কোনো ধরনের সফটওয়্যার সাপোর্ট পাবেনা। এই ১০টি ডিভাইস এর তালিকায় রেডমি ও রেডমি নোট সিরিজের জনপ্রিয় ফোনও রয়েছে। যেসব ডিভাইস শাওমির তরফ থেকে আর আপডেট পাবেনা, সেগুলো হলোঃ
- রেডমি কে২০
- রেডমি নোট ৭
- রেডমি নোট ৭এস
- রেডমি নোট ৭ প্রো
- রেডমি ৭
- রেডমি ওয়াই৩
- মি প্যাড ৪
- মি প্যাড ৪ প্লাস
- মি ৯ এসই
- মি প্লে