ভিভো আনছে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি
ভিভো আনছে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি
ভিভোর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ২০০ ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যবস্থা থাকবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে বাজারে আসবে ২০০ ওয়াটেরও বেশি ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত অ্যান্ড্রয়েড ফোন।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এ তথ্য প্রকাশ করে ডিজিটাল চ্যাট স্টেশন। এর আগে ধারণা করা হচ্ছিল পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত করবে ভিভো।
নতুন তথ্যানুযায়ী, ভিভোর ফ্ল্যাগশিপ ফোনটির চার্জার পূর্ব ধারণার চেয়ে দ্বিগুণ হতে পারে। স্মার্টফোনটিতে ৪ হাজার এমএএইচের বেশি ব্যাটারি থাকবে। তবে প্রিমিয়াম গ্রেডের কোন ফোনটিতে চার্জারটি যুক্ত করা হবে এ তথ্য নিশ্চিত করা যায়নি।
সম্প্রতি ওয়েবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে, চাইনিজ ফার্মটি তার আগামী হ্যান্ডসেটগুলিতে ২০০ ওয়াট+ ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে। ২০২৩ সালের মধ্যে এই প্রযুক্তি যুক্ত স্মার্টফোন বাজারে আসতে পারে।