তথ্য প্রযুক্তি
পাসওয়ার্ড বাছাই কেন গুরুত্বপূর্ণ বিষয়?
ইন্টারনেটের কল্যাণে মানুষের এখন দুটি জগৎ– বাস্তব ও ভার্চুয়াল। বাস্তবে মানুষ সুরক্ষার জন্য ঘর বানায়, তালা লাগায়। নাগরিকদের নিরাপত্তার জন্য রাষ্ট্র নিরাপত্তা বাহিনী নিয়োগ করে। তেমনি ভার্চুয়াল জগৎ বা অনলাইনে নিরাপত্তার মাধ্যম হলো পাসওয়ার্ড। এটাকে সাইবার অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ করার প্রথম ধাপ। পাসওয়ার্ড যখন সাইবার অপরাধীদের কাছে চলে যায়; প্রযুক্তির ভাষায় আমরা তাকে বলি ‘হ্যাক হওয়া’। আর কারও পাসওয়ার্ড জেনে তার অগোচরে ব্যবহার করলে তা এক ধরনের ‘চুরি’। এই চুরি প্রতিহত করতে ওয়েবের প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের জন্য ভিন্ন শক্তিশালী পাসওয়ার্ড বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।