Oppo তাদের A77 4G এর নতুন সংস্করণ Oppo A77 5G লঞ্চ করেছে| ফোনটিতে থাকছে 90Hz refresh rate and 600 nits peak brightness যুক্ত 6.5 ইঞ্চি এর একটি 6.56″ HD+ LCD ডিসপ্লে|ফোনটির পিছনে থাকছে – 48MP primary and 2MP depth sensor এবং সামনে থাকছে 8 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা|ফোনটির প্রসেসর হিসেবে থাকছে Dimensity 810 SoC প্রসেসর|
ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে ColorOS 12.1|ফোনটিতে থাকছে 6gb রেম এবং 128 জিবি ফোন মেমোরি। Oppo A77 5G তে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং বক্সা থাকছে 33 watt এর একটি চার্জার| Oppo A77 5G Ocean Blue এবংMidnight Black রঙে আসছে।