WhatsApp Tips and Tricks: আপনজনদের সাথে জুড়ে থাকতে এখন প্রায় প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীই WhatsApp ব্যবহার করে থাকেন। তবে ব্যস্ততার মুহূর্তে অনবরত মেসেজ আসায় বারংবার অ্যাপটি ওপেন করে চ্যাট করা খুবই বিরক্তির বিষয় হয়ে ওঠে। আর তাই জন্য উক্ত মেসেজিং প্ল্যাটফর্মে এমন কিছু বিশেষ বিকল্প বা শর্টকাট আছে, যেগুলির মাধ্যমে মূল অ্যাপ না খুলেই সরাসরি ফোনের হোমস্ক্রিন থেকেই বার্তা প্রেরণ করা যাবে। এমনকি আগত মেসেজের রিপ্লাই দেওয়াও সম্ভব হবে। চলুন WhatsApp না খুলেই মেসেজ করার এই নয়া কৌশলটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
WhatsApp ওপেন না করে মেসেজ পাঠানোর কৌশল
WhatsApp -এ পপ আপ চ্যাট উইন্ডো অপশন অন করুন –
প্রত্যেকবার নতুন মেসেজ এলে বার বার হোয়াটসঅ্যাপ ওপেন করে তা চেক করা খুবই সময় অপচয়কারী ব্যাপার। বিশেষত, অ্যাপ খুলে অপ্রয়োজনীয় কোনো মেসেজ এসেছে দেখলে যথেষ্টই বিরক্তির উদ্রেক হয়। এমত পরিস্থিতিতে আপনি একটি বিশেষ বিকল্পের সাহায্য নিতে পারেন, যার দরুন হোয়াটসঅ্যাপ না খুলেও মেসেজ পাঠানো বা রিসিভ করা যাবে। এর জন্য আপনাকে উক্ত মেসেজিং প্ল্যাটফর্মের সেটিংস সেকশনে গিয়ে পপ-আপ চ্যাট বা নোটিফিকেশন বিকল্পটি সক্রিয় করতে হবে। এমনটা করলে, মেসেঞ্জারের ন্যায় হোয়াটসঅ্যাপেও প্রতিটি ইনকামিং মেসেজ একটি ছোট চ্যাট উইন্ডো আকারে ফোনের হোম স্ক্রিনে এসে উপস্থিত হবে। যেখানে প্রোফাইল পিকচার দেখে আপনি প্রেরককে চিনতে পারবেন এবং তাকে রিপ্লাই দেবেন কিনা তা মনস্থির করতে পারবেন। আর এর জন্য আপনাকে বারবার হোয়াটসঅ্যাপও খুলতে হবে না।
হোম স্ক্রিনে WhatsApp চ্যাট অ্যাড করুন
আপনি যদি হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবৃন্দের সাথে কথা বলেন, তবে তাদের একটি গ্রুপে অ্যাড করে একত্রে কথা বলার প্রয়োজন নেই। আপনি স্বতন্ত্র ভাবে প্রত্যেকের সাথে বার্তালাপ চালাতে পারবেন, তাও অ্যাপ না খুলে। এর জন্যও একটি বিশেষ শর্টকাট আছে হোয়াটসঅ্যাপে। আপনি যাদের সাথে বেশি কথা বলেন, চ্যাট বক্স থেকে তাদের প্রোফাইলের উপর লং-ট্যাপ করে থাকুন। এখানে আপনি হোম স্ক্রিনে নির্বাচিত হোয়াটসঅ্যাপ কন্টাক্টদের যুক্ত করার বিকল্প পেয়ে যাবেন। এমনটা করলেই, আপনি অপ্রয়োজনীয় মেসেজগুলিকে উপেক্ষা করতে সক্ষম হওয়ার পাশাপাশি, বার বার হোয়াটসঅ্যাপ ওপেন করে মেসেজ করার সমস্যা এড়িয়ে যেতে পারবেন। আপনি যদি হোম স্ক্রিনে কিভাবে চ্যাট অ্যাড করতে হয় না জানেন, তবে নীচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।
ফোনের হোম-স্ক্রিনে WhatsApp চ্যাট যুক্ত করার পর্যায়ক্রমিক ধাপ
১. আপনি যে সকল কন্টাক্টস বা ব্যক্তিদের সাথে হোয়াটসঅ্যাপে প্রত্যহ কথা বলে তাদের বেছে নিন।
২. হোম স্ক্রিনে নির্বাচিত ব্যক্তিদের যুক্ত করার জন্য চ্যাট বক্সে থাকা তাদের প্রোফাইলের উপর দীর্ঘক্ষণ ট্যাপ করে থাকুন।
৩. এবার বেশ কয়েকটি অপশন অ্যাপের উপরিভাগে দেখা যাবে। যার মধ্যে, স্ক্রিনের একদম ডান দিকে থাকা তিনটি ডট দেওয়া ড্রপ-ডাউন মেনুতে ট্যাপ করুন।
৪. ট্যাপ করার পর ‘Add Chat Shortcut’ নামের একটি বিকল্প দেখতে পাবেন।
৫. উক্ত শর্টকাট চয়ন করা মাত্রই আপনার দ্বারা নির্বাচিত চ্যাট প্রোফাইল ফোনের হোম স্ক্রিনে উপস্থিত হয়ে যাবে।
৬. এরপর, হোয়াটসঅ্যাপ না খুলেও আপনি সেই ব্যক্তির সাথে মেসেজিং চালিয়ে যেতে পারবেন।