Earn Money OnlineEarning Tips
নগদ একাউন্টে ৩০ টাকা বোনাস নিন!
ব্যাংক থেকে নগদ একাউন্টে এড মানি করে পাওয়া যাবে ৩০টাকা বোনাস
ব্যাংক থেকে নগদ একাউন্টে এড মানি করে পাওয়া যাবে ৩০টাকা বোনাস। নগদ এর এড মানি ফিচার ব্যবহার করে ব্যাংক থেকে নগদে এড মানি করে এই বোনাস পাওয়া যাবে। নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক থেকে নগদে এড মানি করে নিতে পারবেন এই ৩০টাকা বোনাস।
নগদ এর এই ৩০টাকা বোনাস অফার চলবে ১৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ব্যাংক থেকে নগদে ২৫০০টাকা এড মানি করে সকল নগদ গ্রাহক এই অফার নিতে পারবেন। তবে মানতে হবে নগদের শর্তগুলো। কী সেই শর্ত? বিস্তারিত জানতে আমাদের পোস্টটি পড়ুন।
নগদ ৩০টাকা বোনাস পাওয়ার নিয়ম ও শর্ত সমূহ আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারেন।
- নগদ অ্যাপ ব্যবহার করে ঠিক ২৫০০টাকা “ব্যাংক টু নগদ” এর মাধ্যমে এড মানি করে ৩০টাকা ইন্সট্যান্ট বোনাস পাওয়া যাবে
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে ২৫০০টাকা ব্যাংক থেকে এড মানি করে বোনাস পাওয়া যাবে
- শুধুমাত্র নগদ অ্যাপ ব্যবহার করে এই অফার পাওয়া যাবে, নগদ ইউএসএসডি কোড ব্যবহার করে এড মানি করে উক্ত বোনাস পাওয়া যাবেনা
- এই ক্যাম্পেইনে শুধুমাত্র নগদ দ্বারা এপ্রুভড ব্যাংকগুলো থেকে এড মানি করে বোনাস পাওয়া যাবে
- ১৮আগস্ট থেকে শুরু করে ৩১আগস্ট পর্যন্ত চলবে এই অফার
- নগদ শুধুমাত্র বোনাস এর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে এই ক্যাম্পেইনের দায়িত্ব পালন করবে
- আপনি যদি এলিজেবল কাস্টমার হওয়ার পরেও বোনাস না পান, তবে পরবর্তী ৩দিনের মধ্যে নগদ আবার উক্ত বোনাস প্রদানের চেষ্টা করবে
- এই ক্যাম্পেইনের যেকোনো শর্ত বা নিয়ম কোনো নোটিশ প্রদান করা ছাড়া পরিবর্তনের ক্ষমতা রাখে নগদ
- নগদ দ্বারা গ্রহণ করা এই ক্যাম্পেইনের পেমেন্ট সংক্রান্ত সকল সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে
- মনে রাখবেন নগদ বা এর কোনো অথোরাইজড রিপ্রেজেন্টিটিভ কখনো কোনো ধরনের ওটিপি কোড বা নগদ পিন জানতে চাইবেনা
- আবার নগদ কতৃপক্ষ কখনো কোনো ধরনের পেমেন্ট করার নির্দেশনা প্রদান করবেনা
- এই ক্যাম্পেইনে অংশপগ্রহণের জন্য নগদ কোনো ব্যবহারকারীকে প্রলোভিত করছে না, একজন গ্রাহক সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন
- নগদ শুধুমাত্র 16167 এবং 09609616167 নাম্বার ব্যবহার করে গ্রাহকের সাথে যোগাযোগ করে। উল্লেখিত নাম্বার দুইটি ব্যাতিত অন্য কোনো নাম্বার থেকে ফোন করে কেউ নগদ কতৃপক্ষ হওয়ার কথা দাবি করলে তা বিশ্বাস করবেন না
- নগদ সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যা, অভিযোগ বা প্রতারণার বিষয়ে নগদ হেল্পলাইন নাম্বার 16167 এবং 09609616167 নম্বরে কল করুন।
কেমন লাগলো নগদের এই নতুন অফার? কমেন্টে আপনার মতামত জানান!