গ্যালাক্সি ওয়াচ: ৮ মিনিটের চার্জে চলবে ৮ ঘণ্টা
প্রতিবছরের মতো ১০ আগষ্ট শেষ হলো স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট
প্রতিবছরের মতো ১০ আগষ্ট শেষ হলো স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বিশ্বের প্রযৃুক্তিপ্রেমীরা। ইভেন্টে স্যামসাং একাধিক ফোন উন্মোচনসহ তাদের বহুল প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ বাজারে আনার ঘোষণা দিয়েছে। এর প্রধান আকর্ষণ বায়ো অ্যাকটিভ সেন্সর।
স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি ওয়াচ ৫ ডিভাইসটি আগের যে কোন ডিভাইস থেকে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেবে। মাত্র ৮ মিনিটের চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে।
স্বাস্থ্যের তথ্য জানতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে বায়ো অ্যাকটিভ সেন্সর। এর মাধ্যমে ব্যবহারকারী তার শরীরের ইসিজি, রক্তচাপ, হার্ট রেট এবং স্ট্রেস লেভেল মাপতে পারবেন।
স্মার্টওয়াচটিতে থাকছে ১.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। পারফর্মেন্সের জন্য রয়েছে ডুয়াল কোরের এক্সিনোস ডব্লিউ৯২০ এসওসি প্রসেসর। এতে আগের সকল স্মার্টওয়াচের মতোই র্যাম ও রম ব্যবহার করা হয়েছে। রয়েছে ১.৫ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট রম।
ওয়াচটি গ্রাফাইট, পিঙ্ক গোল্ড এবং সিলভার এই তিন কালারে বাজারে পাওয়া যাবে। গ্যালাক্সি ওয়াচ ৫ কিনতে খরচ করতে হবে ২৮৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৪৮০ টাকা।