রসায়ন বিজ্ঞান
স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য কি?
স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
স্থূল সংকেত
- স্থূল সংকেত যৌগের অণুতে বর্তমান প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যার অনুপাত বুঝায়, প্রকৃত সংখ্যা বুঝায় না।
- স্থূল সংকেত কখনাে কখনাে আণবিক সংকেতের সমান হয়।
- যৌগের স্থূল সংকেত নির্ণয়ের জন্য শুধু এর অণুস্থ প্রতিটি মৌলের পরমাণুগুলাের শতকরা হিসেব জানাই যথেষ্ট, আণবিক ভর জানার প্রয়ােজন নেই।
- স্থূল সংকেত শুধু যৌগের ক্ষেত্রে হতে পারে।
- একাধিক যৌগের জন্য একই স্থূল সংকেত হতে পারে।
আণবিক সংকেত
- আণবিক সংকেত সর্বদাই যৌগের অবস্থিত প্রতিটি মৌলের পরমাণুগুলাের প্রকৃত সংখ্যা ও অনুপাত বুঝায়।
- আণবিক সংকেত সর্বদাই স্থূল সংকেতের সমান বা তার সরল গুণিতকের সমান হয়।
- যৌগের আণবিক সংকেত নির্ণয়ের জন্য স্থূল সংকেত ও আণবিক ভর অবশ্যই জানা প্রয়ােজন।
- আণবিক সংকেত যৌগ ও মৌল উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে।
- সমানুতার ক্ষেত্র ছাড়া সর্বদা ভিন্ন যৌগের আণবিক সংকেত ভিন্ন হয়ে থাকে।