ব্লকচেইন (Blockchain) কি?
ব্লকচেইন (Blockchain) হচ্ছে একটি বিকেন্দ্রীভূত, ডিস্ট্রিবিউটেড এবং পাবলিক ডিজিটাল লেজার পদ্ধতি যেখানে প্রতিটি তথ্য ব্লক আকারে থাকে। প্রতিটি ব্লকে সাধারণত পূর্ববর্তী ব্লকের একটি লিঙ্ক হিসেবে একটি হ্যাশ পয়েন্টার, একটি টাইমস্ট্যাম্প এবং লেনদেনের তথ্য রয়েছে। এভাবে একটার পর একটা ব্লক সংযুক্ত করে ব্লকচেইন তৈরি হয়। সর্বপ্রথম ব্লকটিকে বলা হয় জেনেসিস ব্লক। যেহেতু এটি একটি ডিস্ট্রিবিউটেড লেজার, তাই ব্লকচেইন সাধারণত একটি পেয়ার-টু-পেয়ার নেটওয়ার্ক দিয়ে পরিচালিত হয়। প্রতিটি পেয়ারকে এক একটি নোড বলা হয়। আর নেটওয়ার্কের প্রতিটি নোডে ব্লকচেইনের একটি অনুলিপি বা কপি থাকে। একবার তথ্য রেকর্ড করা হলে যেকোনো ব্লকের তথ্য পরবর্তী ব্লকগুলোর পরিবর্তন না করে এবং নেটওয়ার্কের ঐকমত্য ছাড়া পরিবর্তন করা যায় না।