রসায়ন বিজ্ঞান
নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয়ার বিক্রিয়া কত প্রকার ও কি কি?
যে বিক্রিয়ার মাধ্যমে উচ্চ গতিসম্পন্ন কোনো কণিকার আঘাতে ভারী নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্রতম নিউক্লিয়াস অথবা উচ্চ তাপমাত্রার প্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত হয় এবং বিপুল পরিমাণ তাপ নির্গত হয় তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। নিউক্লিয়ার বিক্রিয়ায় নতুন নতুন মৌল সৃষ্টি হয়। নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণ করা দুরূহ। নিউক্লিয়ার বিক্রিয়া প্রধানত দুই প্রকার। যথা– ফিশান ও ফিউশান।