রসায়ন বিজ্ঞান

ড্রাইসেল কি? ড্রাইসেলের গঠন ও অসুবিধা। What is Dry cell in Bengali/Bangla?

ড্রাইসেল এক ধরনের গ্যালভানিক কোষ যা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। আমরা সাধারণত টর্চলাইট, রেডিও, টিভির রিমােট, খেলনা চালাতে ড্রাই সেল ব্যবহার করি। ড্রাই সেলও অ্যানােড এবং ক্যাথােড দ্বারা গঠিত।

ড্রাইসেলের গঠনঃ
ড্রাইসেল অ্যানোড ও ক্যাথোড দ্বারা তৈরি। অ্যানোড হিসেবে জিংকের তৈরি কৌটা ব্যবহার করা হয়। কৌটাটি কাই দ্বারা পূর্ণ থাকে। কাই সাধারণত MnO2, NH4Cl, ZnCl2 ও পানির মিশ্রণে তৈরি হয়। কাই এর মাঝখানে ক্যাথোড হিসেবে MnO2 এর ভারী আবরণযুক্ত কার্বন দন্ড ব্যবহার করা হয়। এভাবে ড্রাইসেল তৈরি করা যায়।

ড্রাইসেলের অসুবিধাঃ
ড্রাইসেলের অসুবিধা হলো ব্যবহার করার পর কার্যকারিতা নষ্ট হয়ে গেলে আর ব্যবহার করা যায় না।

ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি?

ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য  নিম্নরূপঃ

  • ডেনিয়েল কোষ গঠনে তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য উপস্থিত থাকে। কিন্তু ড্রাইসেল গঠনে তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য অনুপস্থিত থাকে।
  • ডেনিয়েল কোষে জিংক দন্ড অ্যানোড ও কপার দণ্ড ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। ড্রাইসেলে জিংকের পাত অ্যানোড হিসেবে ও MnO₂ এর আবরণযুক্ত কার্বন দন্ডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।
  • ডেনিয়েল কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ZnSO₄ ও CuSO₄ এর দ্রবণ ব্যবহার করা হয়। ড্রাইসেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড(NH₄Cl) ও জিংক ক্লোরাইড(ZnCl₂) ব্যবহৃত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button