রসায়ন বিজ্ঞান

যৌগমূলক কাকে বলে? যৌগ বলতে কী বোঝায়?

একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে যা একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে।

যৌগ বলতে কী বোঝায়?

দুই বা ততোধিক মৌলের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হলে তাকে যৌগ বলে। যেমনঃ পানির মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধনের দ্বারা যুক্ত হয়ে পানি (H₂O) অনু গঠন করে। সুতরাং পানি একটি যৌগ।

আবার, সোডিয়াম পরমাণুর সাথে একটি ক্লোরিন পরমাণু আয়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড (NaCl) যৌগ গঠন করে। একইভাবে দুটি হাইড্রোজেন পরমাণু একটি সালফার পরমাণু এবং চারটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) যৌগ গঠন করে। আরো কিছু যৌগের উদাহরণঃ HCl; H₃PO₄; HNO₃; KCl ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button