তথ্য প্রযুক্তি
টেলিমেডিসিন (Telemedicine) কাকে বলে? টেলিমেডিসিন এর সুবিধা কি?
ইন্টরনেট, টেলি কনফারেন্স বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পৃথিবীর যেকোনাে দেশে অবস্থান করেও একজন ডাক্তার অন্য যে কোনাে স্থানের কোনাে রােগীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন, তাকে ই-ডাক্তার বা টেলিমেডিসন (Telemedicine) বলে। এ সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মতবিনিময়, চিকিৎসা শিক্ষা আদান-প্রদান, রােগীর চিকিৎসা সেবার তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।
টেলিমেডিসিনের সুবিধা
- ডাক্তারের চেম্বার বা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া যায়।
- স্বল্প ব্যয়ে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যায়।
- ডাক্তাররা অন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে।
- বিদেশে না গিয়েও বিদেশী কোন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা যায়।
- সহজে রােগ বিশ্লেষণ করা যায়।
- রােগীদের সব তথ্য সংরক্ষণ করা যায়।