কম্পিউটার হার্ডওয়্যার

কোন প্রযুক্তি ব্যবহারের ফলে কম্পিউটারের আকৃতি ছোট হয়ে আসে? ব্যাখ্যা কর।

VLSI প্রযুক্তি ব্যবহারের ফলে কম্পিউটারের আকৃতি ছোট হয়ে আসে। এ প্রযুক্তি ব্যবহারের ফলে সার্কিটের আকার এতটাই ছোট হয়ে আসে যে, CPU কে একটিমাত্র চিপ এর আওতায় আনা সম্ভব হয়। এমনকি কয়েকটি ছোট ও সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে একই চিপের মধ্যে CPU এর মূল মেমোরি, ইনপুট/আউটপুট কন্ট্রোলার সার্কিট পর্যন্তভরে ফেলা সম্ভব হয়। এর ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয় এবং তার বিশ্লেষণ ক্ষমতাও অনেক গুণ বৃদ্ধি পায়। সুতরাং বলা যেতে পারে যে, VLSI পদ্ধতি কম্পিউটারের আকৃতি কমিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button