এইচএসসি (HSC) হিসাববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. চালান কে তৈরি করেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. মধ্যস্থতাকারী ঘ. দেনাদার
সঠিক উত্তর : খ
২. প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?
ক. খরচ বাড়ে ও সম্পদ কমে
খ. আয় বাড়ে ও সম্পদ কমে
গ. খরচ কমে ও দায় বাড়ে
ঘ. আয় কমে ও দায় বাড়ে
সঠিক উত্তর : ক
৩. যন্ত্রপাতি ক্রয় ৩,০০,০০০ টাকা; যানবাহন খরচ ২০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা হলে, সঠিক জাবেদা কোনটি?
ক. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,২০,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,২০,০০০ টাকা
খ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,৩০,০০০ টাকা; প্রদেয় হিসাব ক্রেডিট ৩,৩০,০০০ টাকা
গ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,৫০,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,৫০,০০০ টাকা
ঘ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,০০,০০০ টাকা; সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট ৩,৩০,০০০ টাকা; বহন খরচ হিসাব ডেবিট ২০,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,৫০,০০০ টাকা।
সঠিক উত্তর : গ
৪. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক. ক্রয় বাট্টা খ. বিক্রয় বাট্টা
গ. নগদ বাট্টা ঘ. পরিমাণ বাট্টা
সঠিক উত্তর : গ
৫. বিক্রয়কারীর কাছে ভ্যাট কোন ধরনের হিসাব?
ক. আয় খ. দায়
গ. সম্পদ ঘ. খরচ
সঠিক উত্তর : খ
৬. নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
ক. শেয়ার খ. ঋণপত্র
গ. স্টক ঘ. চেক
সঠিক উত্তর : ঘ
৭. মূলধনের ওপর সুদ ৭,০০০ টাকা। এর জন্য কোন হিসাব ক্রেডিট করতে হবে?
ক. নগদান খ. মূলধন
গ. মূলধনের সুদ ঘ. প্রাপ্ত সুদ
সঠিক উত্তর : খ
৮. খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?
ক. স্থানান্তরকরণ খ. শ্রেণীবদ্ধকরণ
গ. সংক্ষিপ্তকরণ ঘ. চিহ্নিতকরণ
সঠিক উত্তর : গ
৯. বিক্রয়–ফেরত লিপিবদ্ধ করার জন্য যে দলিল ব্যবহৃত হয়, তাকে কী বলে?
ক. ডেবিট ভাউচার
খ. ডেবিট নোট
গ. ক্রেডিট ভাউচার
ঘ. ক্রেডিট নোট
সঠিক উত্তর : ঘ
১০. চালানে দেখানো হয় কোনটি?
ক. নগদ প্রাপ্তি খ. নগদ প্রদান
গ. নগদ বাট্টা ঘ. কারবারি বাট্টা
সঠিক উত্তর : ঘ
১১. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. নগদে ক্রয়
খ. ধারে ক্রয়
গ. ক্রয়মূল্যে পণ্য বিতরণ
ঘ. সব ধরনের ক্রয়
সঠিক উত্তর : খ
১২. ‘জার্নাল’ শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
ক. ফরাসি খ. হিন্দি
গ. আরবি ঘ. তুর্কি
সঠিক উত্তর : ক
১৩. জীবনবিমা প্রদানের সঠিক জাবেদা কোনটি?
ক. জীবনবিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
খ. উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
গ. ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
সঠিক উত্তর : খ
১৪. কারবারি বাট্টা কোন বইতে লিপিবদ্ধ হয়?
ক. দুইঘরা নগদান বইতে
খ. তিনঘরা নগদান বইতে
গ. খুচরা নগদান বইতে
ঘ. হিসাবভুক্ত হয় না
সঠিক উত্তর : ঘ
১৫. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝানো হয়?
ক. ব্যাংক থেকে উত্তোলন
খ. ব্যাংক জমার উদ্বৃত্ত
গ. ব্যাংক চার্জ
ঘ. ব্যাংক জমাতিরিক্ত
সঠিক উত্তর : ঘ
১৬. কোন সম্পর্কটি সঠিক?
ক. ক্রয় বাট্টা ও প্রাপ্য হিসাব
খ. ক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
গ. বিক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
ঘ. ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা
সঠিক উত্তর : খ
১৭. নিচের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে ওঠানো যায় না?
ক. হুকুম চেক
খ. বাহক চেক
গ. ভ্রমণকারীর চেক
ঘ. দাগকাটা চেক
সঠিক উত্তর : ঘ
১৮. জাবেদার ছকে কলামের সংখ্যা কত?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
সঠিক উত্তর : গ
১৯. হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি হবে?
ক. সংক্ষিপ্তকরণ
খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. লিপিবদ্ধকরণ
ঘ. আর্থিক ফলাফল নির্ণয়
সঠিক উত্তর : খ
২০. হিসাবকাল শেষে প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক. আয় খ. সম্পদ
গ. দায় ঘ. মালিকানা স্বত্ব
সঠিক উত্তর : গ
২১. অশোক ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় ক্রয় করে। এক সপ্তাহ পর উক্ত মালের মূল্যের অর্ধেক ১০% বাট্টায় পরিশোধ করা হয়। অশোক ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত?
ক. ৪,৫০০ টাকা
খ. ৯,৫০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা
সঠিক উত্তর : ক
২২. যে বইতে সমজাতীয় লেনদেনসমূহ পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়, তাকে কী বলে?
ক. খতিয়ান খ. জাবেদা
গ. রেওয়ামিল ঘ. উদ্বৃত্তপত্র
সঠিক উত্তর : ক
২৩. কোনটি প্রস্তুতকরণ হিসাবচক্রের ঐচ্ছিক কাজ?
ক. খতিয়ান খ. রেওয়ামিল
গ. কার্যপত্র ঘ. আর্থিক বিবরণী
সঠিক উত্তর : গ
২৪. যে দাখিলার মাধ্যমে নগদ ও ব্যাংক উভয় হিসাব প্রভাবিত হয়ে থাকে, তাকে কী বলে?
ক. সমন্বয় এন্ট্রি
খ. বাট্টা এন্ট্রি
গ. সংশোধনী এন্ট্রি
ঘ. বিপরীত এন্ট্রি
সঠিক উত্তর : খ
২৫. নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?
ক. জাবেদা
খ. আর্থিক বিবরণী
গ. নগদ প্রবাহ বিবরণী
ঘ. খতিয়ান
সঠিক উত্তর : গ
২৬. তানভির অ্যান্ড কোং ব্যবসায়ের জন্য ১৫,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে, যার পরিবহন ব্যয় ২০০ টাকা, সংস্থাপন ব্যয় ১,০০০ টাকা নির্বাহ করা হলো। মেশিন হিসাবে কত টাকা ক্রেডিট হবে?
ক. ১৫,০০০ টাকা
খ. ১৫,২০০ টাকা
গ. ১৬,০০০ টাকা
ঘ. ১৬,২০০ টাকা
সঠিক উত্তর : ঘ
২৭. যে হিসাব বইয়ে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাকে কী বলে?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. নগদান বই
সঠিক উত্তর : ক
২৮. শ্রমিকদের মধ্যে কাজের বিনিময়ে পণ্য বিতরণের সঠিক জাবেদা কোনটি?
ক. বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
খ. বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
গ. মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
ঘ. মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
সঠিক উত্তর : গ
২৯. ডেবিট মেমো ইস্যুর ফলে কী হয়?
ক. ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমে যায়
খ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যায়
গ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যায়
ঘ. ব্যাংক উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় না
সঠিক উত্তর : খ
৩০. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. স্মারকলিপি
খ. পরিমেল নিয়মাবলি
গ. ভাউচার
ঘ. বিবরণপত্র
সঠিক উত্তর : গ
৩১. ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?
ক. অর্জিত সেবা আয়
খ. প্রাপ্ত সেবা আয়
গ. অনুপার্জিত সেবা আয়
ঘ. প্রাপ্য হিসাব
সঠিক উত্তর : গ
৩২. পুরোনো আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?
ক. মেরামত খ. মজুরি
গ. আসবাবপত্র ঘ. বিবিধ খরচ
সঠিক উত্তর : ক
৩৩. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?
ক. বিক্রয় ফেরত
খ. ক্রয় ফেরত
গ. দৈনিক ক্রয় জাবেদা
ঘ. দৈনিক বিক্রয় জাবেদা
সঠিক উত্তর : খ
৩৪. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় কোনটিতে?
ক. ডেবিট ভাউচারে
খ. ক্রেডিট ভাউচারে
গ. ক্রয়ফেরত জাবেদায়
ঘ. ক্রেডিট নোটে
সঠিক উত্তর : গ
৩৫. আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় কোনটি?
ক. ক্রয়-বিক্রয় হিসাব
খ. লাভ-লোকসান হিসাব
গ. একতরফা দাখিলা পদ্ধতি
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
সঠিক উত্তর : ঘ
৩৬. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ?
ক. জাবেদা
খ. লেনদেন শনাক্তকরণ
গ. খতিয়ান
ঘ. রেওয়ামিল
সঠিক উত্তর : খ
৩৭. হিসাবচক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?
ক. সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান
খ. লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান
গ. লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান
ঘ. সাধারণ জাবেদা, খতিয়ান রেওয়ামিল
সঠিক উত্তর : খ
৩৮. কোনটি হিসাব প্রক্রিয়ার আবশ্যকীয় কাজ নয়?
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. কার্যপত্র প্রস্তুত
ঘ. আর্থিক বিবরণী প্রস্তুত
সঠিক উত্তর : গ
৩৯. জাবেদার অপরিহার্য বিষয় কী?
ক. ব্যাখ্যা খ. শিরোনাম
গ. সমষ্টি নির্ণয় ঘ. ক্রমিক নম্বর
সঠিক উত্তর : ক
৪০. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?
ক. আসবাবপত্র খ. ক্রয়
গ. অফিস সরঞ্জাম ঘ. সম্পত্তি
সঠিক উত্তর : খ
৪১. জনাব অর্জুন আসবাব ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য নগদ ৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেন। এ ক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট করতে হবে?
ক. আসবাব খ. ক্রয়
গ. নগদান ঘ. উত্তোলন
সঠিক উত্তর : ক
৪২. বাট্টা সাধারণত কত প্রকার?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর : খ
৪৩. কোনো দ্রব্যের তালিকামূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয়, তাকে কী বলে?
ক. নগদ বাট্টা খ. পরিমাণ বাট্টা
গ. কারবারি বাট্টা ঘ. বিশেষ বাট্টা
সঠিক উত্তর : গ
৪৪. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক. পরিমাণ বাট্টা খ. ক্রয় বাট্টা
গ. বিক্রয় বাট্টা ঘ. নগদ বাট্টা
সঠিক উত্তর : ঘ
৪৫. জনাব আসিফ নগদ ১,০০,০০০ টাকা; ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ও ২০,০০০ টাকার আসবাব নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। যদি বিক্রয় ৮,০০০ টাকা ও ভাড়া প্রদান ৫,০০০ টাকা হয়, তবে নগদান হিসাবের জের কত হবে?
ক. ৯৫,০০০ টাকা
খ. ১,০০,০০০ টাকা
গ. ১,০৩,০০০ টাকা
ঘ. ১,০৫,০০০ টাকা
সঠিক উত্তর : ক
৪৬. তিনঘরা নগদান বইয়ে কয়টি কলাম থাকে?
ক. ১০টি খ. ১২টি
গ. ১৪টি ঘ. ১৬টি
সঠিক উত্তর : ক
৪৭. নগদ বাট্টা কোন নগদান বইতে লেখা হয়?
ক. একঘরা নগদান বই
খ. দুইঘরা নগদান বই
গ. বহুঘরা খরচা নগদান বই
ঘ. তিনঘরা নগদান বই
সঠিক উত্তর : ঘ
৪৮. তাইজুলের নিকট ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত?
ক. ৫৪০ টাকা
খ. ৬০০ টাকা
গ. ৫,৪০০ টাকা
ঘ. ৬,০০০ টাকা
সঠিক উত্তর : খ
৪৯. তামিম অ্যান্ড কোম্পানির অগ্রদত্ত অর্থের পরিমাণ ২,০০০ টাকা। মে মাসের শেষে হাতে নগদ টাকার পরিমাণ ৬০০ টাকা। মে মাসে খরচের পরিমাণ কত?
ক. ৬০০ টাকা
খ. ১,৪০০ টাকা
গ. ২,০০০ টাকা
ঘ. ২,৬০০ টাকা
সঠিক উত্তর : খ
৫০. মি. বড়ুয়া তাঁর প্রতিষ্ঠানে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। নির্ধারিত অগ্রদত্ত টাকার পরিমাণ ৫,০০০ টাকা। ২০১৪ সালের ডিসেম্বর মাসে মোট খুচরা খরচের পরিমাণ ৪,৫০০ টাকা। জানুয়ারি মাসের শুরুতে পেটি ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচের জন্য কত টাকার চেক পাবেন?
ক. ৫০০ টাকা
খ. ৪,৫০০ টাকা
গ. ৫,০০০ টাকা
ঘ. ৯,৫০০ টাকা
সঠিক উত্তর : খ
৫১. ডেবিট নোট কে তৈরি করে?
ক. ক্রেতা
খ. সরবরাহকারী
গ. উৎপাদক
ঘ. বিক্রেতা
সঠিক উত্তর : ক
৫২. ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়?
ক. ভাউচার
খ. চালান
গ. ক্রেডিট নোট
ঘ. ডেবিট নোট
সঠিক উত্তর : ঘ
৫৩. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?
ক. বিক্রয় ফেরত
খ. ক্রয় ফেরত
গ. দৈনিক ক্রয় বহি
ঘ. দৈনিক বিক্রয় বহি
সঠিক উত্তর : খ
৫৪. বিক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
ক. ভাউচার
খ. চালান
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
সঠিক উত্তর : গ
৫৫. নিচের কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত হিসাবভুক্ত করা হয়?
ক. ক্যাশমেমো
খ. চালান
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
সঠিক উত্তর : গ
৫৬. প্রকৃত জাবেদায় কোন লেনদেন লিপিবদ্ধ করা হয়?
ক. ধারে পণ্য ক্রয়
খ. বাকিতে যন্ত্রপাতি ক্রয়
গ. নগদ ক্রয়
ঘ. ধারে পণ্য বিক্রয়
সঠিক উত্তর : খ
৫৭. কোন বইকে সব বইয়ের রাজা বলা হয়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. ক্রয় বই ঘ. বিক্রয় বই
সঠিক উত্তর : খ
৫৮. Ledge শব্দের অর্থ কী?
ক. কক্ষ খ. নিজ
গ. প্রাথমিক বই ঘ. তাক
সঠিক উত্তর : ঘ
৫৯. c/d–এর পূর্ণরূপ কোনটি?
ক. carried down
খ. credit discount
গ. carried discount
ঘ. credit down
সঠিক উত্তর : ক
৬০. কোনটি হিসাবের স্থায়ী ধাপ?
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. বিশেষ জাবেদা
ঘ. রেওয়ামিল
সঠিক উত্তর : খ