ইলেকট্রনিক পরিবাহী কাকে বলে? আয়নিক পরিবাহীর তিনটি বৈশিষ্ট্য লিখ।
যে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ দ্বারা তড়িৎ পরিবাহিত হয় তাকে ইলেকট্রনিক পরিবাহী বলে। ধাতু ও ধাতব সংকর এই শ্রেণির অন্তর্ভূক্ত। এ কারণে ইলেকট্রনিক পরিবাহীকে ধাতব পরিবাহীও (metallic conductor) বলে।
ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হলে কোন বিক্রিয়া ঘটে না। কারণ এক্ষেত্রে কেবল সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারাই তড়িৎ পরিবাহিত হয়। এদের তড়িৎ পরিবহণ ক্ষমতা তড়িৎ-বিশ্লেষ্য পরিবাহীর চেয়ে বেশি।
আয়নিক পরিবাহীর তিনটি বৈশিষ্ট্য লিখ।
আয়নিক বা তড়িৎবিশ্লেষ্য পরিবাহীর তিনটি বৈশিষ্ট্যঃ
১. এগুলো গলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় উৎপন্ন আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে।
২. তড়িৎ প্রবাহকালে অ্যানোড তড়িদদ্বারে জারণ ও ক্যাথোড তড়িদদ্বারে বিজারণ ঘটে।
৩. আয়নের চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয় বলে এ পদ্ধতিতে তড়িৎ পরিবহনের সাথে সাথে পদার্থের স্থানান্তর ঘটে থাকে।