Smartphone NewsTechnology

ভেপার কুলিং ফিচার নিয়ে রেডমির নতুন ফোন

রেডমি কে৫০আই মডেলের নতুন একটি ফোন উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠানটি

রেডমি কে৫০আই মডেলের নতুন একটি ফোন উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভারতের বাজারে এই ফোন উন্মোচন করা হয়। নতুন এই ফোনে থাকছে ১৪৪ হার্জের রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক ডাউমেনসিটি ৮১০০ চিপসেট।

ফোনটির অন্যতম নতুন ফিচার হলো এর সঙ্গে রয়েছে ভেপার কুলিং চেম্বার। ফোনের প্রসেসর ঠান্ডা রাখতে সাহায্য করবে এই ফিচার। যা পারফর্মেন্সকে আরও ভালো করবে। এছাড়াও থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ।

রেডমি কে৫০আই ফাইভজির বেস ভেরিয়েন্টে রয়েছে ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ। এছাড়াও ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ সংস্করণ রয়েছে। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে।

২৩ জুলাই থেকে অ্যামাজন, এমআই ডটকম, এমআই হোম, ক্রোমা ও অন্যান্য রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত ফোনটির উপরে কোম্পানির এমআইইউআই ১২ স্কিন চলবে। থাকছে ৬.৬ ইঞ্চির ফুলএইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। ৫০৮০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button