অবৈধ লেনদেনের অভিযোগ, বন্ধ হতে পারে ভিভোর ব্যবসা!
অবৈধ লেনদেনের অভিযোগ, বন্ধ হতে পারে ভিভোর ব্যবসা!
চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। আরেক মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেটটিআইয়ের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।
এর আগে একই অভিযোগ উঠেছিল ভারতে শাওমির বিরুদ্ধে। যা নিয়ে তদন্ত করছে ভারতের গোয়েন্দা বিভাগ। জানা যায়, শাওমির ৫ হাজার ৫২১ কোটি ২৭ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারত সরকার। বলা হয়েছে, ভারত থেকে শাওমি যে তিনটি বিদেশি কোম্পানিতে টাকা পাঠাত সেই লেনদেনে অসঙ্গতি ধরা পড়েছে।
ভিভোর ও জেটটিআইয়ের রিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতের গোয়েন্দা বিভাগ। সম্প্রতি সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের কাছে এই সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে। যেখানে বলা হয়েছে, ওই দুই সংস্থা অর্থ আদান-প্রদানে নিয়ম ভঙ্গ করেছে। প্রতারণার অভিযোগও আছে। তাদের অডিট রিপোর্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভিভোর বিরুদ্ধে যদি অবৈধভাবে অর্থ লেনদেনের প্রমাণ হয় তাহলে ভারতের বাজারে বন্ধ হতে পারে ভিভোর ব্যবসা।