প্রশ্ন ও উত্তর

অধ্যায়-১৮ : বৈদ্যুতিক লিফট, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১

প্রশ্ন-১। লিফট কি?

উত্তরঃ লিফট একটি উত্তোলনকারী ও নিচে গমনকারী যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা সম্বলিত প্রকোষ্ঠ, যা উলম্ব পথে নিয়ন্ত্রিতভাবে গমণা-গমণ করা যায়।


প্রশ্ন-২। লিফটে কি ধরণের মোটর ব্যবহার করা হয়?

উত্তরঃ লিফটে ডিসি শান্ট মোটর ব্যবহার করা হয়।
প্রশ্ন-৩। লিফটে কাউন্টার ওয়েটের কাজ কী?
উত্তরঃ এটি কাজের ওজনের ভারসাম্য রক্ষা করে এবং ওজন প্রকোষ্ঠ এবং এর ক্যাপাসিটির ওজনের প্রায় ৪০% হয়।
প্রশ্ন-৪। লিফটে গভর্নরের কাজ কী?
উত্তরঃ প্রকোষ্ঠ এবং কাউন্টার ওয়েটকে জরুরি প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য থামানোর কাজে ব্যবহৃত হয়।
প্রশ্ন-৫। লিফটে লিমিট সুইচের কাজ কী?
উত্তরঃ লিমিট সুইচ এক ধরনের স্বয়ংক্রিয় সুইচ। যখন অপারেটিং ডিভাইস ব্যতীত প্রকোষ্ঠ নিজে নিজে অতিরিক্ত পথ গমন করার চেষ্টা করে তখন সুইচগুলো সক্রিয় হয়ে উঠে প্রকোষ্ঠের গমন বন্ধ করে দেয়।
প্রশ্ন-৬। লিফটে কোন ধরণের মোটর বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ লিফটে ডিসি সিরিজ মোটর বেশি ব্যবহৃত হয়।
প্রশ্ন-৭। লিফটে কন্ট্রোল প্যানেলের কাজ কী?
উত্তরঃ লিফটের যাবতীয় অপারেশন এবং ক্রিয়ন্ত্রণের কাজ কন্ট্রোল প্যানেল থেকে সম্পন্ন হয়।

প্রশ্ন-৮। ব্যবহারিক ক্ষেত্রে কী কী ধরনের লিফট আছে?

উত্তরঃ ব্যবহারিক ক্ষেত্রে চার ধরনের লিফট আছে। যথা-

ক. প্যাসেঞ্জার লিফট;

খ. মালপত্র বহনকারী লিফট;

গ. ফ্রেইট লিফট;

ঘ. কর্ক লিফট।

প্রশ্ন-৯। যাত্রীবাহী লিফট স্থানের জন্য কী কী বিষয় বিবেচনা করা হয়?

উত্তরঃ যাত্রীবাহী লিফট স্থানের জন্য নিম্নলিখিত বিষয় বিবেচনা করা হয়। যথা–

ক. বিল্ডিংয়ের বৈশিষ্ট্য;

খ. জনসংখ্যার বৈশিষ্ট্য;

গ. লিফট চালু থাকার গড় সময়;

ঘ. যাত্রীসংখ্যার বহন ক্ষমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button