ওয়েবসাইট

সিকুয়েন্স সাইট স্ট্রাকচার (Sequence site structure) কি?

সিকুয়েন্স সাইট স্ট্রাকচার হলাে ওয়েব সাইট ডিজাইন স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি। এ ধরনের স্ট্রাকচারে ওয়েব পেজের তথ্যগুলাে সারিবদ্ধভাবে একটির পর একটি লিংক করা থাকে। সিকুয়েন্স সাইট স্ট্রাকচারে কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েবপেজ ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এ ধরনের পেজগুলােতে সাধারণত NextPreviousLastFirst ইত্যাদি লিংক ব্যবহার করা হয়। সিকুয়েন্স স্ট্রাকচার সাইটে সিকুয়েন্স অর্ডার বা লজিক্যাল সিকুয়েন্স অনুসারে সংরক্ষণ করা হয় যা আলফাবেটিক বা ইনডেক্স অনুসারে ডেটা প্রদর্শন করে। যেমন- বইম্যাগাজিন ইত্যাদি সিকুয়েন্স স্ট্রাকচারে ওয়েব সাইট তৈরি করা হয়।

সিকুয়েন্স স্ট্রাকচার দুই ধরনের হয়ে থাকে। যথা-
১. স্ট্রেইট লিনিয়ার সিকুয়েন্স সাইট স্ট্রাকচার
২. লিনিয়ার সিকুয়েন্স সাইট স্ট্রাকচার

১. স্ট্রেইট লিনিয়ার সিকুয়েন্স সাইট স্ট্রাকচার: স্টেইট লিনিয়ার স্ট্রাকচার ওয়েব পেজগুলাে একটির পর একটি লিংক করা থাকে। এতে সাহায্যকারী আলাদা কোনাে পেজ সংযুক্ত করা হয়নি।

২. লিনিয়ার সিকুয়েন্স সাইট স্ট্রাকচার: লিনিয়ার সিকুয়েন্স সাইট স্ট্রাকচারেও একটির পর একটি পেজ সিকুয়েন্স অনুসারে থাকে। তবে এ ক্ষেত্রে কিছু কিছু পেজের বর্ণনা অন্যান্য পেজে সংরক্ষণ করা থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button