ল্যাটিস এনথালপি ও হাইড্রেশন এনথালপি কি?
হাইড্রেশন এনথালপি (Hydration enthalpy)
অসীম দূরত্বে অবস্থিত প্রয়োজনীয় সংখ্যক গ্যাসীয় ধনাত্মক ও ঋণাত্মক আয়নসমূহকে পর্যাপ্ত পরিমাণ পানিতে দ্রবীভূত করে এক মোল পরিমাণ কোনো যৌগের লঘু দ্রবণ তৈরি করার সময় যে, পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে সে যৌগের হাইড্রেশন এনথালপি বলা হয়। একে EH দ্বারা প্রকাশ করা হয়।
M2+(g) + SO4 2-(g) + H2O(l) → M2+(aq) + SO4 2-(aq)
ক্যাটায়নের হাইড্রেশান এনথালপি এবং অ্যানায়নের হাইড্রেশান এনথালপি যোগফলই হলো হাইড্রেশান এনথালপি। হাইড্রেশান এনথালপি প্রধানত আয়নের চার্জের উপর নির্ভরশীল। চার্জ সংখ্যার গুণফল যত বেশি হাইড্রেশান এনথালপি তত বেশি।
ল্যাটিস এনথালপি (Lattice enthalpy)
অসীম দূরত্বে অবস্থিত প্রয়োজনীয় সংখ্যক গ্যাসীয় ধনাত্মক ও ঋণাত্মক আয়নসমূহকে একত্রিত করে কোনো যৌগের এক মোল পরিমাণ কঠিন আয়নিক কেলাস তৈরি করার সময় যে পরিমাণ শক্তি নির্গত হয, তাকে ঐ যৌগের ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি বলে।