জীববিজ্ঞান

ফার্মাকোলজি কি? ফার্মাকোলজির প্রয়োগ। Pharmacology in Bengali

ফার্মাকোলজি কি? (What is Pharmacology in Bengali/Bangla?)

ফার্মাকোলজি শব্দটি এসেছে গ্রীক শব্দ “pharmacon” থেকে। যার আভিধানিক অর্থ “বিষ” এবং বর্তমানে এর অর্থ ঔষধ। “Logos” অর্থ “বিজ্ঞান”। অতএব, ফার্মাকোলজি হলো ফার্মেসি ও চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষ শাখা যার মূল আলোচ্য বিষয় হলো দেহের উপর ঔষুধের ক্রিয়া ও প্রতিক্রিয়া। বিস্তারিতভাবে বললে বলা যায়, ফার্মাকোলজি হলো দেহে বাহ্যিকভাবে প্রবেশকৃত রাসায়নিক পদার্থের সাথে দেহের ক্রিয়া ও প্রতিক্রিয়া যা স্বাভাবিক বা অস্বাভাবিক প্রাণরাসায়নিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফার্মাকোলজির দুটি প্রধান শাখা রয়েছে। যথা :

১. ফার্মাকোকাইনেটিক : যখন ঔষধ আমাদের দেহে প্রবেশ করে তখন দেহ সরাসরি তার উপর কাজ করতে শুরু করে। ঔষধের শোষণ, বণ্টন, বিপাক এবং নিস্কর্ষণ নিয়েই হলো ফার্মাকোকাইনেটিক।

২. ফার্মাকোডাইনামিক : ঔষধ শরীরের উপর ক্রিয়া করে। এটি এমন একটি প্রক্রিয়া যা কিনা কোনোও রিসেপ্টর এর ভূমিকা ছাড়া অনেকাংশেই অচল, যেহেতু এই রিসেপ্টর-ই তার নির্বাচনশীলতার গুণে ঔষধকে দেহের উপর ক্রিয়া করতে সহায়তা করে। দেহের উপর ঔষধ বা রাসায়নিক পদার্থের ক্রিয়াই হলো ফার্মাকোডাইনামিকের আলোচ্য বিষয়।

আবার ফার্মাকোলজি বিভাগটি কিছু শাখায় বিভক্ত। যথা–

১. ক্লিনিকাল ফার্মাকোলজি

২. নিউরোফার্মাকোলজি

৩. মাইক্রোফার্মাকোলজি

৪. পসোলজি

৫. ফার্মাকোগনসি

৬. ফার্মাকোজেনেটিক

৭. ফার্মাকোজেনোমিক

৮. টক্সেকোলজি।

ফার্মাকোলজির প্রয়োগ (Application of Pharmacology)

ফার্মাকোলজির প্রয়োগ নিম্নে আলোচনা করা হলো :

১. বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক তৈরি করা হয়। যেমন : Pernicillium notatum (ছত্রাক) থেকে পেনিসিলিন, Streptomyces Venezuelae (উদ্ভিদ) থেকে ক্লোরোমাইসিটিন ইত্যাদি।

২. এন্টিসেপটিক তৈরি করতে।

৩. শ্বাসকষ্টের ঔষধ তৈরি করতে। যেমন : যষ্টিমধু হতে শ্বাসকষ্টের ঔষধ তৈরি করা হয়।

৪. উচ্চ রক্তচাপের ঔষধ তৈরিতে।

৫. হৃদরোগের ঔষধ তৈরিতে। যেমন : অর্জুন গাছের বাকল হতে হৃদরোগের ঔষধ প্রস্তুত করা হয়।

৬. যকৃতের ঔষধ তৈরি করতে। যেমন : যকৃতের সমস্যায় কালমেঘ নামক গাছ হতে ঔষধ তৈরি করা হয়।

৭. বৃক্কের ঔষধ তৈরিতে। যেমন : পূর্ণর্নভা গাছের মূল, কাণ্ড ও পাতা হতে মূত্রদোষ, বৃক্কের গোলযোগের ঔষধ প্রস্তুত করা হয়।

এছাড়াও হাঁপানি ও হুপিংকাশি, সর্দিকাশি ও জ্বর, গ্র্যাস্ট্রিক আলসার, আমাশয়, কৃমিনাশক, বাত ইত্যাদির ঔষধ প্রস্তুত করতে ‘Pharmacology’-র প্রয়োগ রয়েছে।

আরো পড়ুনঃ-

১। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি? (Chloroplast in Bengali)

২। ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য কি?

৩। ক্লোরোফিল কি? ক্লোরোফিলের কাজ কি? (Chlorophyll in Bengali)

৪। ক্রোমোনেমা (Chromonema), ক্রোমোমিয়ার (Chromomere) ও টেলোমিয়ার (Telomere) কি?

৫। ক্রোমোপ্লাস্ট কাকে বলে? ক্রোমোপ্লাস্ট এর কাজ কি? (Chromoplast in Bengali)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button