পদার্থবিজ্ঞান
জেনারেটর (Generator) কাকে বলে? জেনারেটর কত প্রকার ও কি কি?
যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর (Generator) বলে। তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত। জেনারেটর সাধারণত দুই প্রকার। যথা– ১। এ.সি জেনারেটর ও ২। ডি.সি জেনারেটর।
১। এসি জেনারেটরঃ যে যন্ত্রে বা মেশিনের সাহায্যে যান্ত্রিক শক্তিকে এসি বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে এসি জেনারেটর বলে। এসি জেনারেটরকে অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটরও বলা হয়।
এসি জেনারেটর আবার দু’প্রকার। যথা–
- রোটেটিং আর্মেচার টাইপ এসি জেনারেটর।
- রোটেটিং ফিল্ড টাইপ এসি জেনারেটর।